Home> খেলা
Advertisement

IND vs NZ | World Cup 2023: বৃষ্টিতে সেমিফাইনাল ধুয়ে গেলে কী হবে? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

What will happen if Ind vs NZ semi-final is washed out due to rain: বিগত সপ্তাহে মুম্বই দেখেছে বৃষ্টি। ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচেও কি বৃষ্টি ভিলেন হবে? আর বৃষ্টি যদি বাধ সাধে, তাহলে কী হবে?  

IND vs NZ | World Cup 2023: বৃষ্টিতে সেমিফাইনাল ধুয়ে গেলে কী হবে? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থেকেছে অপরাজিত। টানা নয় ম্য়াচ জিতে, 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমিতে খেলতে নামছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মাঠে নামছে রোহিত অ্যান্ড কোং। প্রতিপক্ষ নিউ জিল্য়ান্ড (India vs New Zealand, 1st Semi-Final)। আগামিকাল অর্থাৎ বুধবার চলতি কাপযুদ্ধের প্রথম সেমি। যে দল জিতবে, সেই চলে যাবে সোজা ফাইনালে।

আরও পড়ুন: David Beckham | IND vs NED: সেমিফাইনালের মহাযুদ্ধে ওয়াংখেড়ে মাতাবেন ফুটবলের মেগা নক্ষত্র

এখন প্রশ্ন মুম্বইতে যদি বৃষ্টি হয় তাহলে কী হবে ম্য়াচের পরিণতি? গত সপ্তাহে কিন্তু বাণিজ্য়নগরীর বিভিন্ন অংশে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে আপাতত দুশ্চিন্তার কোনও কারণ নেই। হাওয়া অফিসের রিপোর্ট বলছে যে, আগামিকাল টসের সময়ে অর্থাৎ দেড়টা নাগাদ তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৩০ শতাংশ। চলতি কাপযুদ্ধে ওয়াংখেড়েতে হওয়া ম্য়াচগুলির চেয়ে সেমির আবহাওয়া ভালো থাকবে বলেই খবর। তবে সন্ধের দিকে কিন্তু পারদ নামবে। তাপমাত্র থাকবে ২৯ ডিগ্রির কাছাকাছি। ওদিকে  বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ৩০-৪৬ শতাংশ হবে। যে দল পরে বল করবে, তাদের শিশির নিয়েও ভাবতে হবে না। মুম্বইয়ে ডিউ পয়েন্ট ওই ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

প্রকৃতি অত্যন্ত খামখেয়ালি। সে তার নিজের মর্জির মালিক। যদি একান্তই বৃষ্টি হয় এবং ম্য়াচ ভেস্তে যায়, সেক্ষেত্রে থাকছে রিজার্ভ ডে অর্থাৎ অতিরিক্ত দিন। রিজার্ভ ডে কিন্তু নকআউটের তিন ম্য়াচের (দুই সেমিফাইনাল ও ফাইনাল) জন্য়ই প্রযোজ্য। খেলা ঠিক যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু হবে পরের দিন। যদি বৃষ্টির জন্য় সাময়িক খেলা বন্ধ থাকে, তাহলে অতিরিক্ত ২ ঘণ্টা যোগ করা হবে। সেক্ষেত্রে কোনও ওভারই নষ্ট হবে না। তবে দু'ঘণ্টার বেশি খেলা বন্ধ থাকলে তখন ডাকওয়ার্থ-লুইস মেনেই খেলা হবে। ভারতে দিন-রাতের ম্য়াচে প্রকৃত কাট অফ টাইম রাত সাড়ে ন'টা। বিলম্বিত ম্য়াচের ক্ষেত্রে সেটা ১১টা ৩০ মিনিট। অতিরিক্ত দুই ঘণ্টার মধ্য়ে খেলা শেষ না করা গেলেই খেলা গড়বে পরের দিন। আসলে বৃষ্টির আতঙ্ক আজও তাড়া করে ভারতীয় ফ্য়ানদের। গত বিশ্বকাপের দগদগে ঘায়ের ক্ষত এখনও ভারতীয় ফ্য়ানদের বুকে। ২০১৯ বিশ্বকাপের শেষ চারেও মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জিল্য়ান্ড। বৃষ্টির জন্য় খেলা রিজার্ভ ডে-তে গড়িয়ে ছিল। ট্রেন্টব্রিজে বিরাট কোহলির টিম ইন্ডিয়া ১৮ রানে হেরেছিল। আর ওই ম্য়াচই ছিল এমএস ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্য়াচ।

আরও পড়ুন: IND vs NED | World Cup 2023: ১১ জনের মধ্য়ে ন'জন করলেন বল! বিশ্বকাপে বিরল, কী বলছেন রোহিত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

Read More