Home> খেলা
Advertisement

মহিলাদের সিঙ্গলসে অঘটনের ছড়াছড়ি, পুরুষদের সিঙ্গলসে ঘটনার ছড়াছড়ি

মহিলাদের সিঙ্গলসে অঘটনের ছড়াছড়ি, পুরুষদের সিঙ্গলসে ঘটনার ছড়াছড়ি

 

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে অঘটন অব্যাহত। এবার বিদায় নিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা।  তৃতীয় রাউন্ডে তৃতীয় বাছাই কিতোভা হারলেন স্ট্রেট সেটে সার্বিয়ার আলেকজান্দ্রা কুর্নিকের বিরুদ্ধে। কিতোভার হারের ফলে বেশ কয়েক বছর পর ইউ এস ওপেনে অঘটনের নতুন ইতিহাস লেখা হল। প্রি কোয়ার্টার ফাইনালের আগেই মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় নিলেন প্রথম দশ বাছাইয়ের মধ্যে থাকা পাঁচ জন। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ, তৃতীয় বাছাই পেত্রা কিতোভা, চতুর্থ বাছাই আজেনেস্কা রাদোওয়ানাস্কা,ষষ্ঠ বাছাই অ্যাঞ্জেলা কার্বার,অষ্টম বাছাই আনা ইভানোভিচ বিদায় নিয়েছেন।

তবে দারুণ ফর্মে রয়েছেন প্রতিযোগিতার দুই হট ফেভারিট সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। আর গ্ল্যামার গার্ল ইউজানি বুশার্ডও দারুণ খেলছেন। তবে একসঙ্গে এত অঘটনের পর সবাই শঙ্কায় রয়েছেন কবে না এঁদেরও ছুটির ঘণ্টা বেজে যায়।

পুরুষদের সিঙ্গলসে আবার অঘটনের নামগন্ধ নেই। বাছাই তালিকায় থাকা দশজন তারকা খেলোয়াড়ই বেশ নিশ্চিন্তে রয়েছেন। বিশ্বের দ্রুততম সার্ভিসের মালিক, অস্ট্রেলিয়ার স্যাম গ্রথকে ৬-৪, ৬-৪, ৬-৪ চূর্ণ করলেন রজার ফেডেরার। তবে অঘটন নেই তো কী ঘটনা ঘনঘটা আছে পুরুষদের সিঙ্গলসে। এই যেমন তৃতীয় রাউন্ডের আগেই পুরুষদের সিঙ্গলসে সব মার্কিন টেনিস খেলোয়াড়দের বিদায় হয়ে গেল। তিন সেটে জিতলেও প্রতিটাতে টাইব্রেকারে জেতার অনন্য নজির গড়লেন কানাডার মিলোস রাওনিচ। তৃতীয় রাউন্ডে রাওনিচ ৭-৬,৭-৬,৭-৬ জিতলেন এসট্রালে বুর্গোস।

Read More