Home> খেলা
Advertisement

IPL 2022: Kumar Sangakkara-র থেকে উইকেটকিপিংয়ের পাঠ নিচ্ছেন Sanju Samson-WATCH

শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারার (Kumar Sangakkara) থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)

IPL 2022: Kumar Sangakkara-র থেকে উইকেটকিপিংয়ের পাঠ নিচ্ছেন Sanju Samson-WATCH

নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের ( Rajasthan Royals, RR) ডিরেক্টর অফ ক্রিকেট ( Director of Cricket) পদে রয়েছেন কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara)। কিংবদন্তি উইকেটকিপার-ব্য়াটারের থেকে উইকেটকিপিংয়ের পাঠ নিলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাজস্থান সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

শ্রীলঙ্কার কিংবদন্তি অধিনায়ক সঙ্গাকারা দেশের হয়ে ১৩৪টি টেস্টে ১২,৪০০ রান করেছেন। ৪০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১২,২৩৪ রান। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সঙ্গা দেশের হয়ে ৫৬টি টি-২০ ম্যাচে ১৩৮২ রান করেছেন। সঙ্গা আইপিএলও খেলেছেন তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। ৭১ ম্য়াচে তিনি ১৬৮৭ রান করেছেন। মঙ্গলবার অর্থাৎ আজ রাজস্থান আইপিএল অভিযান শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বিরুদ্ধে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা। 

আরও পড়ুন: IPL 2022: শত্রুতা ভুলে Krunal Pandya, Deepak Hooda এখন গলায় গলায় বন্ধু! ভিডিও ভাইরাল

আরও পড়ুন: Cristiano Ronaldo On Retirement: অবসর নিয়ে বিরাট আপডেট রোনাল্ডোর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More