Home> খেলা
Advertisement

টেস্টে একদিনে ১০ উইকেট নিয়ে নজির পাক লেগ স্পিনারের!

ইয়াসিরই হলেন প্রথম বোলার, যিনি টেস্টে এক দিনে ১০ উইকেট পেলেন। কুম্বলে অবশ্য এক ইনিংসেই ১০ উইকেট নিয়েছিলেন।

টেস্টে একদিনে ১০ উইকেট নিয়ে নজির পাক লেগ স্পিনারের!

নিজস্ব প্রতিবেদন :  গোটা ম্যাচে দশ উইকেট চেয়েছিলেন, কিন্তু একদিনেই ১০ উইকেট পেয়ে যাবেন সেটা বোধহয় স্বপ্নেও ভাবেন নি পাক স্পিনার ইয়াসির শাহ। দুবাইয়ের বাইশ গজে কুম্বলের কথা মনে করিয়ে দিলেন পাক লেগ স্পিনার।

আরও পড়ুন - রোহিত না হনুমা? অ্যাডিলেডে প্রথম টেস্টে গাভাসকরের পছন্দ কে জেনে নিন

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের পাঁচ উইকেটে ৪১৮ রানের জবাবে মাত্র ৯০ রানে শেষ কিউইদের প্রথম ইনিংস। একটা সময় নিউজিল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ৫০। সেখান থেকে পরের ১৪ ওভারে মাত্র ৪০ যোগ করে ৯০ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। সৌজন্যে ইয়াসির শাহ। ১২.৩ ওভার বল করে ৪১ রান দিয়ে নেন ৮ উইকেট। এর পরে ফলো অন করে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেট হারিয়ে ১৩১। দ্বিতীয় ইনিংসের ২টি উইকেটই পেয়েছেন সেই ইয়াসির। সব মিলিয়ে এক দিনে ১০ উইকেট।

১৯৯৯ সালে ফিরোজ শাহ কোটলায় এই পাকিস্তানের বিরুদ্ধেই অনিল কুম্বলে টেস্টে এক দিনে ১০ উইকেট নিয়েছিলেন। তারপর ইয়াসিরই হলেন প্রথম বোলার, যিনি টেস্টে এক দিনে ১০ উইকেট পেলেন। কুম্বলে অবশ্য এক ইনিংসেই ১০ উইকেট নিয়েছিলেন।

Read More