Home> খেলা
Advertisement

এই দুই দেশের বিরুদ্ধে বিরাট এখনও টেস্ট সেঞ্চুরি পাননি

এই দুই দেশের বিরুদ্ধে বিরাট এখনও টেস্ট সেঞ্চুরি পাননি

সৌরভ পাল 


বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি সমান দাপুটে। ২০ ওভারের ক্রিকেট, ৫০ ওভারের ক্রিকেট আর টেস্ট, তিন প্ল্যাটফর্মেই সমান ভাবে সফল ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দেশের মাটি তো বটেই দেশের বাইরেও বিরাট তাবড় তাবড় বোলিং আক্রমণের ত্রাস। ক্রিকেটের তিন ফরম্যাটেই বিরাট এখন বিশ্বশ্রেষ্ঠদের প্রথম ৫ জনের মধ্যে অন্যতম একজন। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি, কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) জো রুট (ইংল্যান্ড), হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা), স্মিথ (অস্ট্রেলিয়া) এই নামগুলো সবসময়ই একে অপরের ঘারের ওপরেই নিঃশ্বাস ফেলে। কখনও বিরাট এগিয়ে তো কখনও রুট, আবার কখনও স্মিথ। তবে এটা নিয়ে সন্দেহ নেই, ধারাবাহিকতা আর ক্রিকেটে আগ্রাসী মনোভাবে সবাইকে ছাপকে যাবেন বিরাট। 'আমার থেকেও বেশি আগ্রাসী', দাপুটে বিরাটের ক্রিকেট মেজাজের কথা স্বীকার করেছেন প্রিন্স অব কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ও (প্রাক্তন ভারতীয় অধিনায়ক)। বিরাট চিতার মতই তেজী, কোহলিকে এই সার্টিফিকেট দিয়েছেন রবি শাস্ত্রীও। বিশ্ব দাপালেও দুটো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে এখনও বিরাটের ব্যাট তেমন ভাবে কথা বলতে পারেনি। এশিয়ার দুই টেস্ট খেলিয়ে দেশ পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে বিরাট এখনও পর্যন্ত কোনও সেঞ্চুরি পাননি। 

 


পাকিস্তানের সঙ্গে ভারত শেষ টেস্ট ম্যাচ খেলেছিল ২০০৭ সালের ডিসেম্বর মাসে। ভারতের মাটিতে অনুষ্ঠিত সেই টেস্ট সিরিজ ভারত জিতেছিল ১-০ ব্যাবধানে (৩ ম্যাচের সিরিজ)। বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তারও ৪ বছর পর ২০১১ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবাইনা পার্কে জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেন বিরাট। তাই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বিরাটের অসামান্য ইনিংস সবার মনে থাকলেও টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের রান শূন্য, কারণ কোনও ম্যাচই হয়নি। 

 


আরেকটি দেশ বাংলাদেশ, যার বিরুদ্ধে টেস্ট খেলেলেও বিরাট তেমন একটা নজর কাড়তে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে বিরাটের তিনটি সেঞ্চুরি আছে, তিনটিতেই জয়ী ভারত। তবে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে একটাও সেঞ্চুরি নেই বিরাটের। আরও পড়ুন- 'বিরাট' হওয়ার পিছনে ফ্লেচারের ভূমিকা সবথেকে বেশি, স্বীকার করলেন কোহলি

 

 

এক নজরে বিরাটের টেস্ট সেঞ্চুরির তালিক- 

 

বিরাট বনাম অস্ট্রেলিয়া- ৬টি সেঞ্চুরি
বিরাট বনাম নিউজিল্যান্ড- ৩টি সেঞ্চুরি
বিরাট বনাম ইংল্যান্ড- ৩টি সেঞ্চুরি
বিরাট বনাম শ্রীলঙ্কা- ১টি সেঞ্চুরি
বিরাট বনাম ওয়েস্ট ইন্ডিজ- ১টি সেঞ্চুরি
বিরাট বনাম দক্ষিণ আফ্রিকা- ১টি সেঞ্চুরি 

 

উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধেও টেস্ট  সেঞ্চুরি নেই বিরাটের। 

 

Read More