Home> খেলা
Advertisement

পুণে-র প্লে অফ এল কলকাতায়

কিন্তু কারেবী জলবণ্টন বিতর্কের কারণে চেন্নাইয়ের হোমগ্রাউন্ড এখন পুনে। ধোনিদের ৬টি হোম ম্যাচ হবে এই পুনেতে। ফলে নিরাপত্তার কারণে পুনে থেকে আইপিএল-র এলিমিনেটর এবং কোয়ালিফায়ার-২ সরে এল কলকাতায়।

পুণে-র প্লে অফ এল কলকাতায়

নিজস্ব প্রতিবেদন : পুনেতে নয়, কলকাতার ইডেন গার্ডেন্সেই হবে আইপিএল-র দু'টি প্লে অফ ম্যাচ। শুক্রবার জানিয়ে দিল আইপিএল গভর্নিং কাউন্সিল।

আরও পড়ুন- জাদেজা দলে কেন, ধোনিকে প্রশ্ন সমর্থকদের

শুক্রবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দেন, "২৩ মে আইপিএল-র এলিমিনেটর এবং ২৫ মে কোয়ালিফায়ার-২ কলকাতায় হবে।" ম্যাচ দুটি প্রথমে পুণেতে হওয়ার কথা ছিল। কিন্তু কারেবী জলবণ্টন বিতর্কের কারণে চেন্নাইয়ের হোমগ্রাউন্ড এখন পুনে। ধোনিদের ৬টি হোম ম্যাচ হবে এই পুনেতে। ফলে নিরাপত্তার কারণে পুনে থেকে আইপিএল-র এলিমিনেটর এবং কোয়ালিফায়ার-২ সরে এল কলকাতায়।

আরও পড়ুন- টি-টেন ক্রিকেট লিগে রাজস্থান দলের কোচ গিবস

ইডেনে আইপিএল-র প্লে অফ ম্যাচ আয়োজনের ব্যাপারে বেশ খুশি সিএবির যুগ্মসচিব অভিষেক ডালমিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২ মে আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ার ও ১৭ মে সেখানেই হবে ফাইনাল ম্যাচ।

Read More