Home> খেলা
Advertisement

উদ্ভট! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে মাঠে একটা নয়, মাঠে দেখা গেল দুটো বল (ভিডিও)

জোড়া শালিক শুভ লক্ষ্মণ। জোড়া বলও কী তাই! পাকিস্তানের ক্ষেত্রে অন্তত তাই হয়েছে। ক্রিকেট মাঠে মজার ঘটনা কম ঘটে না। কিন্তু শনিবার ফিরোজ শাহ কোটলায় টি২০ মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ঘটনা সেটাকে উদ্ভট না বলে পারা যাচ্ছে না। ইনিংসের ১৬ তম ওভারে পাক বোলার নিদা দারের ফুটলটস বলে ভারতের ব্যাটসম্যান বেদা কৃষ্ণমূর্তির শট যায় লং অনে।

উদ্ভট! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে মাঠে একটা নয়, মাঠে দেখা গেল দুটো বল (ভিডিও)

ওয়েব ডেস্ক: জোড়া শালিক শুভ লক্ষ্মণ। জোড়া বলও কী তাই! পাকিস্তানের ক্ষেত্রে অন্তত তাই হয়েছে। ক্রিকেট মাঠে মজার ঘটনা কম ঘটে না। কিন্তু শনিবার ফিরোজ শাহ কোটলায় টি২০ মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ঘটনা সেটাকে উদ্ভট না বলে পারা যাচ্ছে না। ইনিংসের ১৬ তম ওভারে পাক বোলার নিদা দারের ফুটলটস বলে ভারতের ব্যাটসম্যান বেদা কৃষ্ণমূর্তির শট যায় লং অনে।

পাক ফিল্ডার ডাইভ দিয়ে অনেক চেষ্টার পরেও কৃষ্ণমূর্তির শট আটকাতে পারেননি। বল দড়ি ছুঁয়ে যায়। ঠিক সেই সময়ই দেখা যায় দড়ির পাশে রয়েছে আরও একটা বল। মানে পাশাপাশি দুটো বল। পাক ফিল্ডার দেখেই চমকে যান। এর আগে কেউ খেয়ালই করেননি, একটা বল পরে ছিল দড়ির ঠিক পাশে মাঠের ভিতর।

শেষ অবধি অবশ্য ঠিক বলটাই বোলারের কাছে ছুঁড়ে দেন ফিল্ডার। জোড়া বল দেখে দিনটা ভালই যায় পাকিস্তানের মহিলাদের। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তান এই ম্যাচ ২ রানে জিতে নেয়।

Read More