Home> খেলা
Advertisement

মরশুমের প্রথমেই বার্সার ট্রফি জয়

প্রত্যাশিত মতোই মরশুমের প্রথম ট্রফি জিতল বার্সেলোনা। দুই পর্ব মিলিয়ে সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে সুপার কাপ জিতল ক্যাটালিয়ান্স ক্লাব। প্রথম পর্বে ২-০ গোলে জয়ের ফলে ফিরতি পর্বে নামার আগেই ট্রফি জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল এনরিকে ব্রিগেড। বুধবার রাতে বার্সা জিতল ৩-০ গোলে। জোড়া গোল করে বার্সার জয়ের অপ্রত্যাশিত নায়ক তুরস্কের ফুটবলার আর্দা তুরান। ক্যাটালিয়ান্স ক্লাবের শেষ গোলটি লিওনেল মেসির। ট্রফি জয় নিশ্চিত হওয়ার পর শেষ ১১ মিনিট ১০ জনে খেলতে হয় বার্সেলোনাকে। চোট পেয়ে মাঠ ছাড়েন মাসচেরানো। 

মরশুমের প্রথমেই বার্সার ট্রফি জয়

ব্যুরো: প্রত্যাশিত মতোই মরশুমের প্রথম ট্রফি জিতল বার্সেলোনা। দুই পর্ব মিলিয়ে সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে সুপার কাপ জিতল ক্যাটালিয়ান্স ক্লাব। প্রথম পর্বে ২-০ গোলে জয়ের ফলে ফিরতি পর্বে নামার আগেই ট্রফি জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল এনরিকে ব্রিগেড। বুধবার রাতে বার্সা জিতল ৩-০ গোলে। জোড়া গোল করে বার্সার জয়ের অপ্রত্যাশিত নায়ক তুরস্কের ফুটবলার আর্দা তুরান। ক্যাটালিয়ান্স ক্লাবের শেষ গোলটি লিওনেল মেসির। ট্রফি জয় নিশ্চিত হওয়ার পর শেষ ১১ মিনিট ১০ জনে খেলতে হয় বার্সেলোনাকে। চোট পেয়ে মাঠ ছাড়েন মাসচেরানো। 

 

Read More