Home> খেলা
Advertisement

২৬ জুলাই শুরু কলকাতা প্রিমিয়ার লিগ, প্রথম দিনেই মাঠে নামছে মোহনবাগান

মহালয়ার দুদিন আগে লিগ শেষ করতে চায় আইএফএ।

২৬ জুলাই শুরু কলকাতা প্রিমিয়ার লিগ, প্রথম দিনেই মাঠে নামছে মোহনবাগান

নিজস্ব প্রতিবেদন : প্রকাশিত হল কলকাতা লিগের সূচি। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান ও রানার্স আপ পিয়ারলেস। আপাতত ১৪ অগাস্ট পর্যন্ত সূচি প্রকাশ করেছে আইএফএ। ৩১ জুলাই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে কলকাতা লিগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ২৯ জুলাই মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তাই ডুরান্ড কাপের কথা মাথায় রেখেই তিন প্রধানের সূচিতে সামঞ্জস্য রেখেছে আইএফএ। নিজেদের মাঠেই খেলবে কলকাতার তিন প্রধান-মোহনবাগান, মহমেডান এবং ইস্টবেঙ্গল।

 

একনজরে দেখে নেওয়া যাক তিন প্রধানের সূচি (১৪ অগাস্ট পর্যন্ত)-

২৬ জুলাই : মোহনবাগান বনাম পিয়ারলেস
২৯ জুলাই : মহমেডান বনাম এরিয়ান
৩১ জুলাই : ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ

৬ অগাস্ট : মোহনবাগান বনাম কাস্টমস
৮ অগাস্ট : মহমেডান বনাম সাদার্ন সমিতি
৯ অগাস্ট : ইস্টবেঙ্গল বনাম বিএসএস

১১ অগাস্ট : মহামেডান বনাম রেনবো

তিন প্রধানের ম্যাচের সময় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জার্সি বিভ্রাট এড়াতে এবার লিগ শুরুর আগের দিন প্রিমিয়ার-এ সব দলগুলিকে নিয়ে বৈঠকে বসবে আইএফএ। মহালয়ার দুদিন আগে লিগ শেষ করতে চায় আইএফএ।

আরও পড়ুন - এবার 'মোহনবাগান রত্ন' পাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ও কেশব দত্ত, বিশেষ সম্মান মহম্মদ শামিকে

Read More