Home> খেলা
Advertisement

ইতিহাসে প্রথমবার, একদিনের ক্রিকেটে একজন বোলারেরই ১০ উইকেট

আইসিসি স্বীকৃত একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন নেপালের মাহাবুব আলম। একাই নিলেন ১০ উইকেট। আইসিসি ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনের খেলায় মোজামবিকের বিরুদ্ধে নেপালের বাহাতি পেস বোলার মাহাবুব আলম মাত্র ১২ রান দিয়ে তুলে নিলেন ১০ উইকেট। যা পৃথিবীর ক্রিকেট ইতিহাসে দুজন ক্রিকেটরাই করেছিলেন, একজন জিম লেকার ও অন্যজন অনিল কুম্বলে।  ভারতের প্রাক্তন অধিনায়ক তথা লেগ স্পিনার পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে সব কটি উইকেটই তুলে নিয়েছিলেন। তবে সেটা টেস্ট ক্রিকেটে। ৫০ ওভারেরে খেলায় ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব একমাত্র মাহাবুবেরই।

ইতিহাসে প্রথমবার, একদিনের ক্রিকেটে একজন বোলারেরই ১০ উইকেট

ওয়েব ডেস্ক: আইসিসি স্বীকৃত একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন নেপালের মাহাবুব আলম। একাই নিলেন ১০ উইকেট। আইসিসি ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনের খেলায় মোজামবিকের বিরুদ্ধে নেপালের বাহাতি পেস বোলার মাহাবুব আলম মাত্র ১২ রান দিয়ে তুলে নিলেন ১০ উইকেট। যা পৃথিবীর ক্রিকেট ইতিহাসে দুজন ক্রিকেটরাই করেছিলেন, একজন জিম লেকার ও অন্যজন অনিল কুম্বলে।   ভারতের প্রাক্তন অধিনায়ক তথা লেগ স্পিনার পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে সব কটি উইকেটই তুলে নিয়েছিলেন। তবে সেটা টেস্ট ক্রিকেটে। ৫০ ওভারেরে খেলায় ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব একমাত্র মাহাবুবেরই।

এর আগে ২০০৮-এ, মাহাবুব আলম মায়ানমারেরে বিরুদ্ধে ৮ উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন। এবার নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। 

Read More