Home> খেলা
Advertisement

দায়িত্বজ্ঞানহীন শট! রোহিতের উপর রেগে গেলেন গাভাসকর

রোহিতের শট নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকরও। 

দায়িত্বজ্ঞানহীন শট! রোহিতের উপর রেগে গেলেন গাভাসকর

নিজস্ব প্রতিবেদন- ব্রিসবেনের (Brisbane) গাব্বাতে ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মার (Rohit Sharma) আউট হওয়ার ধরণ দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রোহিতের উপর রাগ দেখালেন তিনি । ৪৪ রানের মাথায় নাথান লিঁওকে মারতে গিয়ে আউট হন রোহিত। Hitman-এর শট নির্বাচন দেখে উষ্মা প্রকাশ করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।  গাভাসকর বলেছেন, “রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারের থেকে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন শট একেবারেই মেনে নেওয়া যায় না। মাত্র ২ বল আগেই বাউন্ডারি মেরেছিল রোহিত। ওকে বুঝতে হবে এটা টেস্ট ক্রিকেট।” 

রোহিতের শট নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকরও। রোহিতের আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন আরেক ওপেনার শুভমান গিল। সানি জানিয়েছেন, সেই সময় রোহিতের আরও সতর্ক হয়ে খেলার প্রয়োজন ছিল। দিনের শেষে যদি রোহিত ক্রিজে থাকলে দ্বিতীয় দিনে অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকত ভারতীয় দল (Team India)। এমনই মনে করেন গাওয়াস্কার। দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিবিঘ্নিত। দুউইকেট হারিয়ে ভারত ৬২ রান তুলেছে। রোহিত থাকলে তৃতীয় দিনে সুবিধাজনক জায়গায় থাকতে পারত ভারত। 

আরও পড়ুন-  ফের আসরে Greg Chappell, অজি অধিনায়ককে ধমক, 'কাউকে অপদস্থ করাটা নোংরামি'

রোহিত অবশ্য সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “এমন শট খেলে অতীতে অনেক রান করেছি। তবে আউট হয়ে সত্যিই হতাশ ছিলাম। বলটা যদি বাউন্ডারির বাইরে যেত সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হত। এত কথাও হত না হয়তো। আমি নিজের শটের উপর ভরসা রাখি। তবে দলের জন্য প্রয়োজনমতো ঠিক যা করা প্রয়োজন সেটাই করতে রাজি সবসময়।”  অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৬৯ রানের জবাবে দিনের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৬২ রান। ক্রিজে রয়েছেন পূজারা ও অধিনায়ক রাহানে। রোহিতের মতে, পিচ এখনও ব্যাটিংয়ের জন্য খুবই সহায়ক। রাহানে-পূজারার মতো অভিজ্ঞ দুই ব্যাটসম্যান বড় রানের দিকেই দলকে নিয়ে যাবেন বলে আশা রাখছেন তিনি।

Read More