Home> খেলা
Advertisement

না চাইলেও বিশ্বরেকর্ড করে ফেললেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনেই ১৩৪ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কিরন পাওয়েলের ৪২ ছাড়া আর কোনও ব্যাটসম্যানের উল্লেখযোগ্য রান ছিল না। এদিন নেল ওয়াগনের ৭টি উইকেট নেন।

না চাইলেও বিশ্বরেকর্ড করে ফেললেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান

নিজস্ব প্রতিবেদন:  অভিষেক টেস্টে শূন্য রানে আউট হয়েও ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয় এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের। টেস্ট কেরিয়ারের প্রথম বলটি তাকে করতে আসেন নীল ওয়াগনার। লেগ সাইডে পুসও করেন সুনীল। কিন্তু  তার ব্যাট লেগে পিছনের উইকেট ভেঙে যায়। হিট উইকেট হতেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেন অ্যামব্রিস। অভিষেক টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে হিট উইকেট হলেন এই ব্যাটসম্যান।

আরও পড়ুন- বিদেশের মাটিতেও টানা খেলতে চাননা বিরাটরা!

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনেই ১৩৪ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কিরন পাওয়েলের ৪২ ছাড়া আর কোনও ব্যাটসম্যানের উল্লেখযোগ্য রান ছিল না। এদিন নেল ওয়াগনের ৭টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে ৮৫ রান করেছে নিউ জিল্যান্ড।

আরও পড়ুন- দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড এই প্রোটিয়া ব্যাটসম্যানের

Read More