Home> খেলা
Advertisement

বিদেশে প্রথমবার হোয়াইট ওয়াশ করতে কোহলিদের দরকার আর মাত্র নয় উইকেট

 বিদেশে প্রথমবার হোয়াইট ওয়াশ করতে কোহলিদের দরকার আর মাত্র নয় উইকেট

ওয়েব ডেস্ক: পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের শেষেই বিদেশের মাটিতে হোয়াইট ওয়াশের হাতছানি ভারতের সামনে। বিদেশের মাটিতে প্রথমবার হোয়াইট ওয়াশ করতে কোহলিদের দরকার আর মাত্র নয় উইকেট। দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয় চারশো সাতাশি রানে। হার্দিক পান্ডিয়ার পাওয়ারপুল ব্যাটিংয়ের সৌজন্যে ভারতের রান পাঁচশোর কাছাকাছি পৌছে যায়। একশো আট রান করেন তরুণ অল রাউন্ডার। জবাবে ব্যাট করতে নেমে ফের একবার হতাশ করেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। মাত্র আটত্রিশ ওভারে একশো পঁয়ত্রিশ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

আরও পড়ুন হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত রেকর্ড, পিছনে ফেললেন কপিল দেবকেও!

চার উইকেট পান কুলদীপ যাদব। দুটো করে উইকেট নেন অশ্বিন আর সামি। তিনশো বাহান্ন রানে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কাকে ফলো অন করান কোহলি। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর এক উইকেটে উনিশ। ইনিংসে হার বাঁচাতে শ্রীলঙ্কার দরকার এখনও তিনশো তেত্রিশ রান। দুর্বল লঙ্কা ব্রিগেডকে নিয়ে টেস্ট সিরিজ জুড়ে ছেলেখেলা করছে কোহলি বাহিনী।

আরও পড়ুন  টেস্টে বিশ্বের এক নম্বর দল ভারত, বিশ্বাসই করেন না ডিন জোন্স

 

Read More