Home> খেলা
Advertisement

Sourav Ganguly | Roger Binny | BCCI President: যাওয়ার আগে বিনিকে এই কথাই বলে গেলেন মহারাজ!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সভাপতি হিসাবে আনুষ্ঠানিক ভাবে শেষ হল মেয়াদ। যাওয়ার আগে মূল্যবান কথা বলে গেলেন রজার বিনিকে।

Sourav Ganguly | Roger Binny | BCCI President: যাওয়ার আগে বিনিকে এই কথাই বলে গেলেন মহারাজ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই সভাপতি (BCCI President) হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আনুষ্ঠানিক ভাবে পথচলা শেষ হয়ে গেল মঙ্গলবার অর্থাৎ আজ। এদিনই দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের, ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ প্রশাসক হিসাবে জমানা শেষ হল। বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM) নতুন সভাপতি হিসাবে নিজের দায়িত্ব বুঝে নিলেন ৮৩-র বিশ্বকাপ জয়ী নায়ক রজার বিনি (Roger Binny)। বিদায়বেলায় সৌরভ শুভেচ্ছা জানিয়ে গেলেন বিনিকে। এদিন এজিএম শেষে সৌরভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমি বিনিকে বলব অল দ্য বেস্ট। এবার নতুন দল বিসিসিআই-কে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই দারুণ হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট অত্যন্ত শক্তিশালী। আমার শুভেচ্ছা রইল।' ২০১৯ সালে বিসিসিআই-এর সভাপতি হন সৌরভ। বিগত তিন বছর নিজের কার্যমেয়াদে সৌরভ যে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছেন তা তুলে ধরা হল। 

আরও পড়ুন: Sourav Ganguly, BCCI AGM: বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সৌরভ, মিলল আইসিসি যাওয়ার ছাড়পত্র?

১) গোলাপি বলে ক্রিকেট বিশ্বে যখন দিন-রাতের টেস্ট শুরু করেছিল, তখন সৌরভও এই অভিনবত্বে শামিল করেন ভারতকে। তাঁর হাত ধরেই ভারতে প্রথম ডে-নাইট টেস্ট হয় ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে। বিরাট কোহলির টিম ইন্ডিয়া খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। ভারতে টেস্ট ক্রিকেটের ভবিষ্য়তের রূপরেখা লেখা হয়েছিল সৌরভের নেতৃত্বেই।

২) করোনা আবহে বিশ্বের সবচেয়ে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতিমারির মধ্যেও সৌরভের বোর্ড ক্রোড়পতি লিগ আয়োজন করেছিল অত্যন্ত সফল ভাবে। ২০২০ সালে পুরো আইপিএল স্থানান্তরিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালে আংশিক ভাবে আয়োজিত হয় মরুদেশে। চলতি বছর ভারতের নির্বাচিত কিছু ভেন্যুতেই আইপিএল হয়। আগামী বছর সারা দেশ জুড়ে আইপিএল হবে বলেই জানিয়েছেন সৌরভ। করোনার জন্য ২০২০-২১ মরসুমের সব ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: Roger Binny, BCCI President: কোন দুটি ইস্যু নিয়ে চিন্তিত? দায়িত্ব নিয়েই জানালেন রজার বিনি
 

৩) করোনার জন্য ২০২০-২১ মরসুমের সব ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ যেমন দেওয়া হয়, তেমনই ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়িয়ে দেওয়া হয়। ম্যাচ ফি-র ৫০ শতাংশ ক্ষতিপূরণ দিয়েছিল সৌরভের বোর্ড।  

৪) বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ যেমন দেওয়া হয়, তেমনই ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়িয়ে দেওয়া হয়। ম্যাচ ফি-র ৫০ শতাংশ ক্ষতিপূরণ দিয়েছিল সৌরভের বোর্ড।  ২০২৩-২৭ সাল পর্যন্ত আইপিএলের ৪১০টি ম্যাচের জন্য চলতি বছর সম্প্রচার স্বত্ব বিত্রি হয়েছে রেকর্ড অঙ্কে। ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। প্রতি ম্যাচের দামের নিরিখে আইপিএল এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় দামি লিগ। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ১৬, ৩৪৭, ৫০ কোটি টাকায় স্টার স্পোর্টস নেটওয়ার্ককে মিডিয়া রাইটস বিক্রি করেছিল। এবার প্রায় তিনগুণ বেশি লাভ করল বিসিসিআই। বিসিসিআই-এর প্রত্যাশা ছাপিয়ে যায়। 

৫) সৌরভের বোর্ডে ভারতীয় স্পোর্টসে ইতিহাস লেখে।  সৌরভ ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য তাঁরই দুই মহারথী প্রাক্তন সতীর্থকে বিরাট দায়িত্বে নিয়ে আসেন। রাহুল দ্রাবিড়কে সৌরভ রাজি করান জাতীয় সিনিয়র দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য়। পাশাপাশি সৌরভের অনুরোধেই লক্ষ্মণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হন। বিসিসিআই আগামী বছর মহিলাদের আইপিএল আয়োজন করবে বলেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই ভাবনাতেও সৌরভের মাথা রয়েছে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More