Home> খেলা
Advertisement

নাইটদের চার বিদেশির ওপর সৌরভের শিলমোহর

সৌরভ মনে করেন, অস্ট্রেলিয়ায় যে ধরনের উইকেটে ক্রিস খেলেন, এখানেও একই উইকেট পাবে নাইটরা। তাই ক্রিস ফর্মে থাকলে তিনিই হবেন নাইটদের প্রথম বাছাই।  

নাইটদের চার বিদেশির ওপর সৌরভের শিলমোহর


নিজস্ব প্রতিবেদন: শাহরুখের দল এখনও দলপতিই নির্বাচন করে উঠতে পারেনি, এরই মধ্যে দলের চার বিদেশির ওপর কার্যত শিলমোহর বসিয়ে দিলেন 'প্রিন্স অব ক্যালকাটা'। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক এবং অতি অবশ্যই ক্রিস লিন, এই চার বিদেশিকেই প্রথম একাদশে দেখছেন নাইটদের প্রাক্তন দলপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন- বিরাটের ব্যাটের থেকেও 'ভারী' তাঁর ওয়ালেট

'কলকাতার মহারাজ' মনে করেন সুনীল নারিন ম্যাচ উইনার, তাই অতি অবশ্যই তাঁকে দলে রাখা হবে। একই সঙ্গে আরও এক ক্যারিবিয়ান তারকার ওপরও আস্থা রাখছেন সৌরভ। নাইটদের প্রাক্তন অধিনায়ক মনে করেন, দলের ভারসাম্য ধরে রেখেছেন আন্দ্রে রাসেল, তাই এই অলরাউন্ডারের খেলাও পাকা। এছাড়াও সৌরভ মনে করেন কলকাতার বাজি হতে চলেছেন অজি তারকা মিচেল স্টার্ক। ডেথ বোলিং-এ মিচেল স্টার্ক কোচ ক্যালিসের বড় শক্তি হবে বলেই মত তাঁর। তবে নারিন, রাসেল, স্টার্ক ছাড়াও ক্রিস লিন নিয়েও আশাবাদী সৌরভ। ক্রিসের ব্যাট চললে তিনি দলের অবধারিত ওপেনার হবেন, সে বিষয়ে কোনও শঙ্কাই নেই তাঁর। সৌরভ মনে করেন, অস্ট্রেলিয়ায় যে ধরনের উইকেটে ক্রিস খেলেন, এখানেও একই উইকেট পাবে নাইটরা। তাই ক্রিস ফর্মে থাকলে তিনিই হবেন নাইটদের প্রথম বাছাই।  

আরও পড়ুন- অবসরের প্রশ্ন উড়িয়ে যুবরাজের ব্যাট বিশ্বকাপের দিকে

উল্লেখ্য, ৮ এপ্রিল বিরাটের বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এই মরসুমের প্রথম ম্যাচ খেলবে শাহরুখ-জুহির দল। 

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

 

Read More