Home> খেলা
Advertisement

ধর্ষণে অভিযুক্ত সৌম্যজিতকে নির্বাসিত করল টিটি ফেডারেশন

যতদিন না পর্যন্ত পুলিসি তদন্ত ও সৌম্যজিতের বিরুদ্ধে ওঠা মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন নির্বাসিত সৌম্যজিত।

ধর্ষণে অভিযুক্ত সৌম্যজিতকে নির্বাসিত করল টিটি ফেডারেশন

নিজস্ব প্রতিবেদন : শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। ধর্ষণে অভিযুক্ত টেবিল টেনিস তারকা সৌম্যজিত্ ঘোষকে নির্বাসিত করল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের দল থেকেও তাঁকে বাদ পড়তে হল। 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে জাতীয় চ্যাম্পিয়ন ও অর্জুনপ্রাপ্ত টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে। পাশাপাশি সৌম্যজিতের বিরুদ্ধে রয়েছে জোর করে শারীরিক সম্পর্ক এবং সংজ্ঞাহীন করে ওই নাবালিকাকে গর্ভপাত করানোর অভিযোগ। ইতিমধ্যেই সৌম্যজিতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, ষড়যন্ত্র ও নাবালিকার গর্ভপাতের অভিযোগে মামলা রুজু করেছে পুলিস। যদিও সৌম্যজিতের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন- শামি নন আসামী! ম্যাচ গড়াপেটা তদন্তে ক্লিনচিট বিসিসিআই-এর

এদিকে শুক্রবার টিটিএফআইয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়, "যতদিন না পর্যন্ত পুলিসি তদন্ত ও সৌম্যজিতের বিরুদ্ধে ওঠা মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন নির্বাসিত সৌম্যজিত। এই নির্বাসন চলাকালীন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।" যার অর্থ আসন্ন কমনওয়েলথ গেমসেও অংশ নিতে পারবেন না টেবিল টেনিস তারকা সৌম্যজিত ঘোষ। 

আরও পড়ুন- অপরাধ করিনি, তদন্তে আসল সত্য সামনে এল: শামি

Read More