Home> খেলা
Advertisement

CWG 2022: বার্মিংহ্যামে ব্যাডমিন্টনে সোনার বর্ষা! জুটি বেঁধে সেরার সেরা সাত্ত্বিক-চিরাগ

কমনওয়েলথ গেমসের (CWG 2022) শেষ দিনে ভারতের একের পর এক সোনা আসছে। সৌজন্যে ব্যাডমিন্টন। বার্মিংহ্যামে যেন সোনার বর্ষা। ব্যক্তিগত দক্ষতায় সোমবার দেশকে সোনা এনে দিয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। 

CWG 2022: বার্মিংহ্যামে ব্যাডমিন্টনে সোনার বর্ষা! জুটি বেঁধে সেরার সেরা সাত্ত্বিক-চিরাগ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমনওয়েলথ গেমসের (CWG 2022) শেষ দিনে ভারতের একের পর এক সোনা আসছে। সৌজন্যে ব্যাডমিন্টন। বার্মিংহ্যামে যেন সোনার বর্ষা। ব্যক্তিগত দক্ষতায় সোমবার দেশকে সোনা এনে দিয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। এবার জুটি বেঁধে দেশকে সোনা এনে দিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwik Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। ব্রিটিশভূমে ইংরেজদের হারিয়েই দুরন্ত জয় ভারতের। পুরুষদের ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি ইংল্যান্ডের বেন লেন (Ben Lane) ও সিন ভেন্ডিকে (Sean Vendy) উড়িয়ে দিলেন। স্ট্রেট গেমে সাত্ত্বিকরা জিতলেন ২১-১৫, ২১-১৩ ব্যবধানে।

আরও পড়ুনArshad Nadeem, Neeraj Chopra: পাকিস্তানকে সোনা জিতিয়েও বন্ধু নীরজের জন্য আক্ষেপ আর্শাদের!

ব্রিটিশ জুটি বেন-সিনের বিরুদ্ধে নেক-টু-নেক ফাইট হল শুরু থেকেই। 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী' এই মন্ত্রেই কার্যত নেমেছিলেন দুই দেশের প্রতিদ্বন্দ্বীরা। পয়েন্ট ছিনিয়ে নেওয়ার মরিয়া লড়াই চলল। প্রথম গেমে ১০-১০ থেকে ব্যাক-টু-ব্যাক চার পয়েন্ট জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। ইংল্যান্ড জুটিকে বাধ্য করছিলেন পয়েন্ট ছাড়ার জন্য। ২১-১৫ পয়েন্টে প্রথম গেম জেতার পর সাত্ত্বিকরা কার্যত এক সময় জুজু হয়ে গিয়েছিলেন বেন-সিনের সামনে। তবে দ্বিতীয় গেমে ব্রিটিশ জুটি কামব্যাক করে। একটা সময় ১০-৮ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন বেন-সিনরা । তবে  সাত্ত্বিক-চিরাগ পরপর পাঁচ পয়েন্ট তুলে ম্যাচের রং বদলে দেন। ২১-১৩ পয়েন্টে দ্বিতীয় গেম জেতার সঙ্গেই ম্যাচ জিতে নেন সাত্ত্বিকরা। 

আরও পড়ুনArshad Nadeem, Neeraj Chopra: পাকিস্তানকে সোনা জিতিয়েও বন্ধু নীরজের জন্য আক্ষেপ আর্শাদের!

এদিন সিন্ধু কাফ মাসলের চোটকে উপেক্ষা করেই দুরন্ত জয় পেলেন। মাত্র ৪৮ মিনিটের ফাইনালে আধিপত্য নিয়ে কানাডার মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩ হারিয়ে সোনা জিতলেন সিন্ধু। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই জিতেই কোর্টে বিজয়ের হাসি হেসেছেন লক্ষ্য। মালয়েশিয়ার এনজি ইয়ং জে-কে ১৯-২১, ২১-৯, ২১-১৬ ব্যবধানে তিনি হারিয়েছেন। এই মুহূর্তে ভারতের ঝুলিতে ৬১টি পদক। ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ রয়েছে। ৭২ দেশের মধ্যে ভারত রয়েছে চার নম্বরে।

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

Read More