Home> খেলা
Advertisement

আইপিএলে নেপালি-যোগ, সন্দীপের গুগলিতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

নেপাল ইতিমধ্যে আইসিসির তরফে একদিনের ক্রিকেট খেলার ছাড়পত্র পেয়েছে। 

আইপিএলে নেপালি-যোগ, সন্দীপের গুগলিতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

নিজস্ব প্রতিনিধি : ইতিহাসে নাম উঠল নেপালের। সৌজন্যে সন্দীপ লামিছানে।

মাত্র ১৭ বছর বয়সেই আইপিএলে অভিষেক হয়ে গেল নেপালের ক্রিকেটার সন্দীপের। শনিবার সকালে নেপাল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল সন্দীপের নাম। বিকেলে দিল্লির জার্সি গায়ে আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে পড়লেন নেপালের এই তরুণ তুর্কি। 

আরও পড়ুন পঞ্চাশেই স্তব্ধ বিশ্বকাপ জয়ী পাক হকি তারকা মনসুরের হৃদস্পন্দন

অস্ট্রেলিয়ায় মাইকে ক্লার্কের ক্রিকেট অ্যাকাডেমিতে খেলেছেন সন্দীপ। তখন থেকেই মাইকেল ক্লার্ক তাঁকে নিয়ে আশাবাদী। ক্লার্কের দাবি, সন্দীপের মধ্যে সম্ভাবনা রয়েছে। ও কিন্তু লম্বা রেসের ঘোড়া। কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্নের অন্ধ ভক্ত সন্দীপ। বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই তাঁর গুগলি বল করার দক্ষতা দেখে  মুগ্ধ ক্রিকেট দুনিয়া। প্রথম ম্যাচে চার ওভার বল করে ২৫ রান দিয়েছেন সন্দীপ। একটি উইকেটও পেয়েছেন। 

আরও পড়ুন - হিরওয়ানির টিপস নিয়ে ইংল্যান্ড সফরে যাবেন চাহল

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সন্দীপ। তার পরই ক্লার্কের নজরে পড়েন। নেপাল ইতিমধ্যে আইসিসির তরফে একদিনের ক্রিকেট খেলার ছাড়পত্র পেয়েছে। তবে আন্তর্জাতিক মঞ্চে যেন সন্দীপের মধ্যে দিয়েই জায়গা পাকা করার সুযোগ খুঁজছে নেপাল।

Read More