Home> খেলা
Advertisement

UEFA Champions League 2018-19: টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

এক মিনিট ৪৮ সেকেন্ডে সালহার করা গোলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দ্বিতীয় দ্রুততম গোল।

UEFA Champions League 2018-19: টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

নিজস্ব প্রতিবেদন: মাদ্রিদে ইউরোপ সেরা লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের আর এক দল টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল লিভারপুল। ম্যাচের শুরুতেই যে ধাক্কা খেল তা আর কাটিয়ে উঠতে পারে নি টটেনহ্যাম হটস্পার। শেষ দিকে ওরিগির গোলে আরও পিছিয়ে পড়ল। সালহা-ওরিগির গোলে ১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল য়ুর্গেন ক্লপের লিভারপুল।


গতবার ফাইনালে শুরুর দিকে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহমেদ সালাহ। এক বছর পরেস্বপ্ন পূরণের ম্যাচে সালহার গোলেই শুরু করল লিভারপুল। ম্যাচ শুরুর পর প্রথম আক্রমণেই বক্সে ঢুকে পড়া সাদিও মানের শট লাগে প্রতিপক্ষের মুসা সিসোকোর হাতে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নিখুঁত স্পট কিকে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর পঞ্চম গোল। মিশরের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করলেন সালাহ। এক মিনিট ৪৮ সেকেন্ডে সালহার করা গোলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দ্বিতীয় দ্রুততম গোল। তালিকার শীর্ষে, ২০০৫ সালে লিভারপুলের বিরুদ্ধে ৫১ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন এসি মিলানের পাওলো মালদিনি।

শুরুর ধাক্কা সামলে বল দখলে রেখে আক্রমণে জোর বাড়ায় টটেনহ্যাম। কিন্তু প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি টটেনহ্যাম। ৮৭ মিনিটে সব অনিশ্চয়তার একপ্রকার ইতি টেনে দেন ওরিগি। ওরিগির ওই গোলেই উল্লাসে মেতে ওঠে লিভারপুল সমর্থকরা। ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল লিভারপুলের। এবার সেই লিভারপুলই ইউরোপ সেরা। লিভারপুলের এটি ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪-০৫ মরশুমের পর আবার ইউরোপ সেরা য়ুর্গেন ক্লপের লিভারপুল।

আরও পড়ুন - অকালমৃত্যু! গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল আর্সেনালের প্রাক্তন স্প্যানিশ তারকার

Read More