Home> খেলা
Advertisement

Mohun Bagan Day: আত্মপ্রকাশ 'অমর একাদশ' রেট্রো জার্সির, থেকে যাচ্ছেন Roy Krishna

ক্লাব প্রাঙ্গনে সবুজ-মেরুন পতাকা তুলেই দিনের সূচনা করেন ক্লাবের কর্মকর্তারা। 

Mohun Bagan Day: আত্মপ্রকাশ 'অমর একাদশ' রেট্রো জার্সির, থেকে যাচ্ছেন Roy Krishna


নিজস্ব প্রতিবেদন: আজ ২৯ জুলাই। সারা বিশ্বের সুবজ-মেরুন ফ্যানেদের কাছে অত্যন্ত গর্বের মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। কোভিড পরিস্থিতিতে (COVID-19) গতবারের মতো এবারও সেভাবে উদযাপনের পরিস্থিতিতে হাঁটতে পারল না গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। ভার্চুয়াল অনুষ্ঠানের পথই বেছে নিল ভারতের ঐতিহ্যবাহী ক্লাব। 

বিশেষ দিনে ফ্যানেদের জোড়া উপহার দিল মোহনবাগান। এটিকে এমবি (ATK MB) মহাতারকা রয় কৃষ্ণ (Roy Krishna) থেকে গেলেন ক্লাবের সঙ্গে। ফিজির গোলমেশিনের সঙ্গে এটিকে মোহনবাগানের আরও এক বছরের চুক্তি হয়েছে। গত মরসুমে ২৩ ম্যাচে ১৪টি গোল করেন কৃষ্ণ। এর পাশাপাশি  ১৯১১ সালের আইএফএ শিল্ডের রেট্রো জার্সি নতুনভাবে আত্মপ্রকাশ করল বৃহস্পতিবার।

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় Nandu Natekar

ক্লাব প্রাঙ্গনে সবুজ-মেরুণ পতাকা তুলেই দিনের সূচনা করেন ক্লাবের কর্মকর্তারা। এবার মোহনবাগান রত্ন পেলেন প্রয়াত শিবাজি বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়েছে। সেরা ফুটবলার হয়েছেন রয় কৃষ্ণ। গত মরসুমে বাগান জার্সি গায়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন ফিজির এই তারকা ফুটবলার। সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন এইমুহুর্তে ইংল্যান্ডে ভারতীয় দলে থাকা বাংলার অভিমন্যু ঈশ্বরণ। 

১০০ মিটার হার্ডেল ও হাই জাম্পে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় সেরা অ্যাথলিট হয়েছেন বিদিশা কুণ্ডু। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) অন্যতম সহ-সভাপতি হিসেবে বেছে নেওয়ার কথাও রয়েছে। এদিন রাত আটটায় বাংল ব্যান্ড ক্যাকটাস পারফর্ম করবে মোহনবাগান ক্লাবে। ফ্যানেরা ফেসবুকে সেই অনুষ্ঠান দেখতে পারবেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More