Home> খেলা
Advertisement

Rohit Sharma | Kane Williamson: কেনের নাম মুছে দিয়ে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস লিখলেন 'হিটম্যান'

নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে (Kane Williamson) টপকে অনন্য রেকর্ড করেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Rohit Sharma | Kane Williamson: কেনের নাম মুছে দিয়ে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস লিখলেন 'হিটম্যান'

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ভারত ১০ উইকেটে দুরন্ত জয় পেয়েছে। কেনিংটন ওভালে রোহিত শর্মা (Rohit Sharma) টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংরেজরা। এই অল্প রান তাড়া করতে নেমে রোহিত (৫৮ বলে অপরাজিত ৭৬) ও ধাওয়ান (৫১ বলে অপরাজিত ৩৪) হেসে খেলে ম্যাচ বার করে আনেন হাতে ১৮৮ বল রেখেই।

এই ম্যাচে 'হিটম্যান' নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে (Kane Williamson) টপকে অনন্য রেকর্ড করেন। সফররত দেশের ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে এখন সর্বাধিক রানশিকারি রোহিত। তাঁর ঝুলিতে এখন ২৫ ইনিংসে ১৪১১ রান। কেন করেছেন ২৩ ইনিংসে ১৩৯৩ রান। অন্যদিকে এই ম্যাচেই রোহিত প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট রোহিত ২৫০টি ছয় মারার রেকর্ড করেন। বাইশ গজের চতুর্থ ব্যাটার হিসাবে রোহিত এই অনন্য নজির গড়লেন। তালিকায় একে রয়েছেন শাহিদ আফ্রিদি (৩৫১), দুয়ে ক্রিস গেইল (৩৩১), তিনে সনথ জয়সূর্য (২৭০), চারে রোহিত শর্মা (২৫০*) ও পাঁচে এমএস ধোনি (২২৯)।

একদিনের ক্রিকেটের ইতিহাসে ওপেন করতে নেমে চতুর্থ জুটি হিসেবে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন 'হিটম্যান' ও 'গব্বর'। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১৪ রানের পার্টনারশিপ করেছেন। যার ফলে রোহিত-শিখর জুটির মোট সংগ্রহ এখন ১১২ ইনিংসে ৫,১০৮ রান। সচিন-সৌরভের পরেই ভারতের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে রোহিত-শিখর স্পর্শ করলেন ৫ হাজার রানের মাইলস্টোন। সৌরভ-সচিন ওপেন করতে নেমে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছেন। যে রান এখনও পর্যন্ত কোনও ওপেনিং জুটি স্পর্শ করতে পারেনি। রোহিত-শিখরও এখনও অনেকটাই পিছনে রয়েছেন।

আরও পড়ুন: Jasprit Bumrah | ICC Rankings : 'বুম...বুম' পারফরম্যান্সে বুমরা এখন বিশ্বের এক নম্বর বোলার

আরও পড়ুনRohit Sharma: রোহিতই প্রথম করে দেখালেন, এর আগে পারেননি কোনও ভারতীয়!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More