Home> খেলা
Advertisement

Rohit Sharma | World Cup 2023: কপিল-আজহার থেকে সৌরভ-কোহলি, কেউই পারেননি, করে দেখালেন রোহিত

Rohit Sharma become Indias top-scoring captain in an ODI World Cup: বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করা ভারতীয় অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মহারাজের থেকে এই রেকর্ড কেড়ে নিলেন 'হিটম্য়ান'।

Rohit Sharma | World Cup 2023: কপিল-আজহার থেকে সৌরভ-কোহলি, কেউই পারেননি, করে দেখালেন রোহিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। ১৬ পয়েন্ট পকেটে পুরে আয়োজক দেশই সবার আগে চলে গিয়েছে চলতি বিশ্বকাপের শেষ চারে। রবিবার অর্থাৎ আজ, ভারত লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED, Cricket World Cup 2023)। যে ম্য়াচ নেহাতই নিয়মরক্ষার। কারণ জেতা-হারায় ভারতের কোনও ফারাকই পড়বে না। যাই ফল হোক না কেন, ভারতের শেষ চারের টিকিট কাটা হয়ে গিয়েছে। আগামী ১৫ নভেম্বর ভারত-নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে প্রথম সেমিফাইনাল। এদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium in Bengaluru) ডাচদের বিরুদ্ধে টস জিতে ভারত প্রথমে ব্য়াট করে।  

আরও পড়ুন: IND vs NED | World Cup 2023: সচিন-রোহিতের এলিট ক্লাবে এলেন শ্রেয়স, দ্রাবিড়ের সঙ্গে জুড়ল রাহুলের নাম!

রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং ৫০ ওভারে চার উইকেটে তুলেছে ৪১০ রান। বিশ্বকাপের ইতিহাসে ভারতের এটিই দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির। সৌজন্যে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কেএল রাহুলের (KL Rahul) জোড়া শতরান। চার-ছক্কার ফুলঝুরি-রংমশালেই ভারতীয় ব্যাটাররা বেঙ্গালুরুতে দীপাবলি সেলিব্রেট করলেন। আর এদিন রোহিত একের পর এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। রোহিত এদিন অধিনায়ক হিসেবে এমন কীর্তি স্থাপন করেছেন, যা অতীতে বিশ্বকাপে ভারতের নেতা হিসেবে পারেননি কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও বিরাট কোহলিরাও। 

এদিনরোহিত শর্মা ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। ভারত ১১.৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে। শুভমন ৩২ বলে ৫১ (তিনটি চার ও চারটি ছয়) করে ফিরে যান। তারপর আউট হন রোহিত। ৫৪ বলে ৬১ রানের মারাকাটারি ইনিংস উপহার দেন তিনি। আটট চার ও দু'টি ছক্কা হাঁকান 'হিটম্য়ান'। রোহিত চলতি বিশ্বকাপে ৫০০ রানও করে ফেললেন, আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারে ৫৫তম হাফ-সেঞ্চুরি করার সঙ্গেই। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে একাধিক বিশ্বকাপে ৫০০-র বেশি রান করার নজির গড়লেন ভারত অধিনায়ক। তবে এই প্রথম রোহিত ক্য়াপ্টেন হিসেবে কাপযুদ্ধে ৫০০ করলেন। কপিল দেব ১৯৮৩ বিশ্বকাপে ৩০২ রান করেছিলেন। মহম্মদ আজহারউদ্দিন ১৯৯২ বিশ্বকাপে করেছিলেন ৩৩২ রান। ২০০৩ বিশ্বকাপে সৌরভের ব্য়াট থেকে এসেছিল ৪৬৫ রান। ২০১৯ বিশ্বকাপে কোহলি করেছিলেন ৪৪৩ রান।

রোহিত এদিন প্রথম ছক্কা হাঁকিয়েই ইতিহাস লিখে ফেলেন। এক বছরে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এতদিন ছিল প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের। এবিডি-র আট বছরের রেকর্ড ভেঙে দিলেন আগুনে ফর্মে থাকা রোহিত। চলতি বছর ২৪টি একদিনের আন্তর্জাতিক ইনিংসে রোহিতের ব্য়াট থেকে এসেছে ৫৯টি ওভার বাউন্ডারি। ২০১৫ সালে ডিভিলিয়ার্স ১৮ ইনিংসে মেরেছিলেন ৫৮টি ছয়। তালিকায় তিনে থাকবেন কিংবদন্তি ক্য়ারিবিয়ান ক্রিয় গেইল (২০১৯ সালে ১৫ ইনিংসে মেরেছিলেন ৫৬টি ছয়)। চারে পাক মহারথী শাহিদ আফ্রিদি (৩৬ ইনিংসে ৪৮টি ছয় মেরেছিলেন ২০০২ সাল)। এদিন রোহিত সপ্তম ওভারে অফ-স্পিনার কলিন অ্যাকারম্য়ানকে লং-অনের উপর দিয়ে উড়িয়ে দিয়েই মাইলস্টোন তৈরি করেছেন। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও এদিন রোহিত কেড়ে নিলেন। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ক্য়াপ্টেন অইন মর্গ্য়ান মেরেছিলেন ২২টি ছয়। তাঁকেই টপকে গেলেন রোহিত। 

আরও পড়ুন: WATCH | Team India's Diwali Party: টিম ইন্ডিয়ার দিওয়ালি পার্টিতে আলাদা করে নজর কাড়লেন অনুষ্কা শর্মা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More