Home> খেলা
Advertisement

Rinku Singh: কুড়ি ওভারে তুলেছেন ঝড়, এবার শুরু ওডিআই কেরিয়ার, কে নাইট তারকাকে দিলেন টুপি?

Rinku Singh makes ODI debut vs SA vs IND 2nd ODI: রিঙ্কু সিংয়ের অভিষেক হল ওডিআই ক্রিকেটে। কুড়ি ওভারের ক্রিকেটে ঝড় তুলে উত্তরপ্রদেশের বাঁ-হাতি মারকুটে ব্য়াটারের শুরু নতুন অধ্য়ায়।

Rinku Singh: কুড়ি ওভারে তুলেছেন ঝড়, এবার শুরু ওডিআই কেরিয়ার, কে নাইট তারকাকে দিলেন টুপি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে (India Squad For South Africa Tour) ভারত এসেছে দক্ষিণ আফ্রিকায়। টি-২০ সিরিজের ফয়সলা হয়েছে ১-১ ব্য়বধানে। গত রবিবার থেকে শুরু হয়েছে দুই দেশের মধ্য়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (India vs South Africa 1st ODI)। রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্বের ব্য়াটন উঠেছে কেএল রাহুলের (KL Rahul) হাতে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ভারত প্রথম ওডিআই জিতেছে আট উইকেটে। মঙ্গলবার অর্থাৎ আজ দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে মুখোমুখি রাহুল-মার্কমরা। গাবেখার (সাবেক পোর্ট এলিজাবেথ) সেন্ট জর্জে'স পার্কে চলছে খেলা। আর এই ম্য়াচেই ওডিআই অভিষেক হল রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। টি২০ ক্রিকেটে নিজের জাত চিনিয়ে মারকুটে ব্য়াটারের এবার শুরু ওডিআই কেরিয়ার। এদিন খেলা শুরুর আগে কুলদীপ যাদব ( Kuldeep Yadav) রিঙ্কুর হাতে তুলে দিয়েছেন ডেবিউ ক্য়াপ। 

আরও পড়ুন: India vs South Africa 1st ODI: অর্শদীপ আগুনে পুড়ল প্রোটিয়ারা, সাই-শ্রেয়সে হেসে খেলে জয় ভারতের

আইপিএল সিক্সটিনের 'সাকসেস স্টোরি' লেখা হলে, কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার রিঙ্কুর নাম থাকবে। ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন তিনি। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস ছিল তাঁর সর্বোচ্চ। গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। সঙ্গে ছিল চারটি অর্ধ শতরান। একাধিক প্রাক্তন ভারতীয় বলেছিলেন যে, রিঙ্কুকে অবিলম্বে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। আইপিএলে দুরন্ত পারফরম্য়ান্সের সুবাদে জাতীয় দলে শিকে ছিঁড়েছিল স্টার ব্যাটারের। ভারত বনাম আয়ারল্যান্ড তিন ম্য়াচের টি-২০ সিরিজে রিঙ্কু অভিষেক করেছিলেন নীল জার্সিতে। এশিয়ান গেমসের দলেও ছিলেন নাইট নক্ষত্র। আইপিএলে রিঙ্কু ঠিক যেখানে শেষ করেছিলেন, দেশের জার্সিতে যেন সেখান থেকেই শুরু করেছিলেন। রিঙ্কু এখনও পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন ডজন টি২০ ম্য়াচ। আট ইনিংসে তিনি করেছেন ২৬২ রান। সর্বোচ্চ ৬৮ রানের অপরাজিত ইনিংস রয়েছে তাঁর। এখন দেখার রিঙ্কু দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে কী করেন। এদিন টস হেরে ভারত প্রথমে ব্য়াট করছে।

দ্বিতীয় ওডিআই ম্য়াচে ভারতের প্রথম একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, কেএল রাহুল, সঞ্জু স্য়ামসন, রিঙ্কু সিং, অক্ষর প্য়াটেল, অর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।

আরও পড়ুন: Arshdeep Singh | SA v IND: প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস! প্রবল চাপেই জ্বলে উঠলেন! ইনিংস ব্রেকে যা বললেন অর্শদীপ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More