Home> খেলা
Advertisement

Ranji Trophy 2022-23: ছয় নয়, বরং উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকবে বাংলা

দ্বিতীয়দিন ১০৪ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়েছিল উত্তরাখণ্ড। শেষ ৪ উইকেট নিয়েই লড়ল বিপক্ষ। তৃতীয় দিনে ২২৪ রান তুলে নিল তারা। ৪৮ রানে ৬ উইকেট হারানো উত্তরাখণ্ড পৌঁছে যায় ২৭২ রানে। ফলে প্রথম ইনিংসে ১১৫ রানে লিড পায় বাংলা। 

Ranji Trophy 2022-23: ছয় নয়, বরং উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকবে বাংলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাবা গিয়েছিল উত্তরাখণ্ডের বিরুদ্ধে (Uttarakhand) ছয় পয়েন্ট আসবে। তবে তৃতীয় দিনের শেষে মনোয তিওয়ারির (Manoj Tiwary) বাংলার (Bengal) ঝুলিতে তিন পয়েন্ট আসার সম্ভাবনাই প্রবল হয়ে উঠল। প্রদীপ্ত প্রামাণিক (Pradipta Pramanik),  আকাশ দীপ (Akash Deep) ও শাহবাজ আহমেদের (Shahbaz Ahamed) দাপটে বিপক্ষ ২৭২ রানে অল আউট হলেও, ছয় পয়েন্ট তুলে নেওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল। কারণ কুণাল চান্ডেলার (Kunal Chandela) লড়াকু ১৩৬ রান তফাৎ গড়ে দেয়। 

দ্বিতীয়দিন ১০৪ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়েছিল উত্তরাখণ্ড। শেষ ৪ উইকেট নিয়েই লড়ল বিপক্ষ। তৃতীয় দিনে ২২৪ রান তুলে নিল তারা। ৪৮ রানে ৬ উইকেট হারানো উত্তরাখণ্ড পৌঁছে যায় ২৭২ রানে। ফলে প্রথম ইনিংসে ১১৫ রানে লিড পায় বাংলা। 

কুণাল চান্ডেলা এবং অখিল রাওয়াত ৭০ রানের জুটি গড়ে দলকে ভরসা দেন। এর পর কুণালের সঙ্গে জুটি গড়েন অভয় নেগি। তাঁরা দু’জন অষ্টম উইকেটে তোলেন ১২৮ রান। কুণাল ৩০৪ বলে ১৩৬ রান করেন। তাঁর ইনিংস ১৩টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। অখিলের ব্যাট থেকে এল ৪০ রান এবং আট নম্বরে নেমে অভয় ৫০ রান। প্রদীপ্ত ৫৮ রানে ৪ উইকেট নিলেন। তিনটি করে উইকেট নেন শাহবাজ় ৬৬ রানে ৩ এবং আকাশ দীপ ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন। 

fallbacks

এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলা ১ উইকেটে ৪৮ রান তুলেছে। প্রথম ইনিংসে ১৮ রানে ফিরে যাওয়ার পর এবার সায়নশেখর মণ্ডল খালি হাতে আউট হন। তাও আবার প্রথম বলেই আউট হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে শতরানকারী অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি। অভিমন্যু ৭১ বলে ২৪ ও সুদীপ ৭২ বলে ২৪ রানে অপরাজিত আছেন। ফলে সবমিলিয়ে বাংলা ১৬৩ রানে এগিয়ে রয়েছে। 

এবার শেষদিন বাংলা দ্রুত রান তুলে ডিক্লেয়ার করলে এবং বাকিটা সময়ের মধ্যে বিপক্ষকে অল আউট করতে পারলে এই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পাওয়া সম্ভব। সেটা না হলে তিন পয়েন্ট নিয়েই বঙ্গব্রিগেডকে সন্তুষ্ট থাকতে হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More