Home> খেলা
Advertisement

রঞ্জি ট্রফির ইতিহাসে দ্রুততম শতরান করলেন এই ক্রিকেটার

রঞ্জি ট্রফিতে নয়া রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্রুততম শতরান করার কৃতিত্ব দেখালেন দিল্লির এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

রঞ্জি ট্রফির ইতিহাসে দ্রুততম শতরান করলেন এই ক্রিকেটার

ব্যুরো: রঞ্জি ট্রফিতে নয়া রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্রুততম শতরান করার কৃতিত্ব দেখালেন দিল্লির এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

৭৭ বলে করলেন ২৭৯ রান, ইনি নাকি নেক্সট সেওয়াগ!

 

মাত্র ৪৮ বলে শতরান করে ভেঙে দিলেন আর কে বোরা ও ভিবি  চন্দ্রশেখরের গড়া ৫৬ বলে শতরানের রেকর্ড। তার চেয়েও বড় কথা তিরুবন্তপুরমে এই রঞ্জি ম্যাচ জমে উঠল অনূর্ধ-উনিশ ভারতীয় দলের দুই উইকেটরক্ষকের লড়াইয়ে। ঝাড়খন্ড- দিল্লির এই ম্যাচে এবারের বিশ্বকাপের রানার্স ভারতীয় অনূর্ধ-উনিশ দলের অধিনায়ক ইশান কিষান দ্বিশতরান করেন। তার পাল্টা হিসেবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ঝড় তুলে রেকর্ড গড়েন ইশান কিষানের অনূর্ধ্ব-উনিশ দলের সতীর্থ ঋষভ। সাতষট্টি বলে একশো পঁয়ত্রিশ করে ইশান কিষানের হাতে ক্যাচ দিয়েই আউট হন ঋষভ। উল্লেখ্য এই ম্যাচে ইশান কিষান করেছেন দুশো তিয়াত্তর রান। আর ম্যাচে দুই ইনিংসেই শতরান করেছেন পন্থ।

 

 

Read More