Home> খেলা
Advertisement

১১৮ বছর ধরে খেলার পর মরশুম শেষে ওয়াইট হার্ট লেন ছাড়ছে টটেনহ্যাম

জিতে ওয়াইট হার্ট লেন ছাড়ল টটেনহ্যাম হটসপার। রবিবার রাতে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডকে দুই-এক গোলে হারিয়ে  ইপিএলে দ্বিতীয় স্থানে শেষ করা নিশ্চিত করে ফেলল স্পার্স। পরপর দুটো ম্যাচ হেরে রেড ডেভিলসের প্রথম চারে থাকার আশা শেষ। একশো আঠেরো বছর ধরে খেলার পর মরশুম শেষে ওয়াইট হার্ট লেন ছাড়ছে টটেনহ্যাম।

১১৮ বছর ধরে খেলার পর মরশুম শেষে ওয়াইট হার্ট লেন ছাড়ছে টটেনহ্যাম

ওয়েব ডেস্ক: জিতে ওয়াইট হার্ট লেন ছাড়ল টটেনহ্যাম হটসপার। রবিবার রাতে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডকে দুই-এক গোলে হারিয়ে  ইপিএলে দ্বিতীয় স্থানে শেষ করা নিশ্চিত করে ফেলল স্পার্স। পরপর দুটো ম্যাচ হেরে রেড ডেভিলসের প্রথম চারে থাকার আশা শেষ। একশো আঠেরো বছর ধরে খেলার পর মরশুম শেষে ওয়াইট হার্ট লেন ছাড়ছে টটেনহ্যাম।

আরও পড়ুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন ডেল স্টেন

বিদায়ের মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন ফুটবলাররা। হোম টিমের প্রথম গোলটা ওয়ানয়ামার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান হ্যারি কেন। একাত্তর মিনিটে ওয়েন রুনির গোলে ম্যাচে ফরে ম্যান ইউ। তবে হার এড়াতে পারেনি হোসে মোরিনহোর দল।

আরও পড়ুন  প্রভাসের বাহুবলী তো দেখলেন, এবার দেখুন মহেন্দ্র সিং ধোনির বাহুবলী

Read More