Home> খেলা
Advertisement

ফরাসি ওপেনে নামবেন 'এক নম্বর' রাফা

ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন রাফায়েল নাদাল। কিন্তু ফাইনালে জার্মানির আলেক্সজান্ডার জেরেভের বিরুদ্ধে প্রথম সেটের প্রথম গেম দাঁড়িয়ে হারলেন নাদাল।

ফরাসি ওপেনে নামবেন 'এক নম্বর' রাফা

নিজস্ব প্রতিবেদন: মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ডমিনিক থিয়েমের কাছে হেরে এটিপি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা হারিয়েছিলেন রাফায়েল নাদাল। এক নম্বরে উঠে এসেছিলেন রজার ফেডেরার। রোমে ইতালিয়ান ওপেন জিতে ফেডেক্সকে সরিয়ে ফের এক নম্বর জায়গা পুনরুদ্ধার করলেন রাফা।

আরও পড়ুন- বার্সেলোনার বিজয়োত্সবে বাজল ইনিয়েস্তার 'বিদায় রাগিণী'

ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন রাফায়েল নাদাল। কিন্তু ফাইনালে জার্মানির আলেক্সজান্ডার জেরেভের বিরুদ্ধে প্রথম সেটের প্রথম গেম দাঁড়িয়ে হারলেন নাদাল। তারপর জেভরেভকে দাঁড় করিয়ে ৬-১ পয়েন্টে প্রথম সেট জিতে নেন রাফা। দ্বিতীয় সেটে আবার নাদালকে দাঁড় করিয়ে ৬-১ পয়েন্টে জয় পান জেরেভ। এরপর তৃতীয় সেটে যখন ৩-২ পয়েন্টে এগিয়ে জেরেভ, তখনই বৃষ্টি নামে। তবে বৃষ্টি থামতেই ৬-৩ গেমে তৃতীয় সেট জিতে ক্লে-কোর্টের রাজা বুঝিয়ে দেন, কেন তিনিই সেরা।

এই নিয়ে টেনিস কেরিয়ারের ৫৬ নম্বর খেতাব জিতলেন নাদাল। সব মিলিয়ে আটবার ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফা। এক সপ্তাহ আগে হারানো এক নম্বর জায়গা আবার ফিরে পেলেন তিনি। ফরাসি ওপেনে ১ নম্বর হয়েই রোলাঁ গারোঁয় নামবেন ক্লে কোর্টের সম্রাট রাফায়েল নাদাল।

Read More