Home> খেলা
Advertisement

বিশ্বের দু'নম্বর তারকাকে হারিয়ে ব্যাডমিন্টনের সেমিফাইনালে সিন্ধু, পদক জয়ের হাতছানি ভারতের

রিও অলিম্পিক যত এগোচ্ছে, ততই ক্ষীণ হচ্ছে পদক জয়ের আশা। সেই আশাই খানিকটা উজ্জ্বল করলেন শাটলার পিভি সিন্ধু। বিশ্ব ব্যডমিন্টনের  দু'নম্বর তাড়কাকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ চারে উঠে পড়লেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু'বারের ব্রোঞ্জজয়ী সিন্ধু হারান চিনের ওয়াং ইহানকে।

বিশ্বের দু'নম্বর তারকাকে হারিয়ে ব্যাডমিন্টনের সেমিফাইনালে সিন্ধু, পদক জয়ের হাতছানি ভারতের

ওয়েব ডেস্ক : রিও অলিম্পিক যত এগোচ্ছে, ততই ক্ষীণ হচ্ছে পদক জয়ের আশা। সেই আশাই খানিকটা উজ্জ্বল করলেন শাটলার পিভি সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টনের  দু'নম্বর তাড়কাকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ চারে উঠে পড়লেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু'বারের ব্রোঞ্জজয়ী সিন্ধু হারান চিনের ওয়াং ইহানকে।

আরও পড়ুন- রিও অলিম্পিকে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা

জিতলেও রীতিমতো ঘাম ঝরাতে হয় সিন্ধুকে। ২২-২০ ফলে প্রথম গেম জেতেন  তিনি। দ্বিতীয় গেমেও তীব্র লড়াই হয় তাঁদের। ফল ২১-১৯। বৃহস্পতিবার সেমিফাইনালে জাপানের কঠিন প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলেই রুপো নিশ্চিত করে ফেলবেন সিন্ধু। হারলেও ব্রোঞ্জ জয়ের একটা সুযোগ পাবেন। সব মিলিয়ে বলাই যায় অ্যাডভান্টেজ সিন্ধুই। অ্যাডভান্টেজ ভারতেরও।

Read More