Home> খেলা
Advertisement

জানেন, ২০১৯ বিশ্বকাপে ধোনির খেলা নিয়ে কী বললেন সেহেবাগ?

জানেন, ২০১৯ বিশ্বকাপে ধোনির খেলা নিয়ে কী বললেন সেহেবাগ?

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি কি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত খেলবেন? গত কয়েক মাস ধরেই এই গুঞ্জন উঠে গিয়েছে ক্রিকেট মহলে। ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের প্রধান এমএসকে প্রসাদও বলেছেন যে, ধোনির পারফরম্যান্সের দিকে তাঁরা নজর রাখছেন। এর ফলে ধোনির পরের বিশ্বকাপ খেলা নিয়ে একটা জল্পনা তো তৈরি হয়েছেই। যদিও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং ধোনির একসময়ের সতীর্থ বীরেন্দ্র সেহেবাগ জানিয়ে দিলেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনির খেলা নিয়ে, তাঁর অন্তত কোনও সংশয় নেই।

আরও পড়ুন ফুটবল কেরিয়ারে আরও একটা নজির গড়ে ফেললেন লিওনেল মেসি

বীরেন্দ্র সেহেবাগ বলেছেন, 'আমার মনে হয় না, এই মুহূর্তে ভারতীয় দল থেকে ধোনিকে সরিয়ে অন্য কেউ তাঁর পরিবর্ত হয়ে উঠতে পারে। রিশব পন্থ ভাল। কিন্তু, তাঁকেও সময় দিতে হবে। আর সেটা অবশ্যই ২০১৯ বিশ্বকাপের পর। ততদিন, রিশব পন্থ অভিজ্ঞ হতে থাকুক। আমাদের এটা নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই যে, ধোনি রান পাচ্ছে, নাকি পাচ্ছে না। বরং, আমাদের প্রার্থনা করা উচিত যেন, ধোনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকতে পারে।'

আরও পড়ুন  অ্যালেক্স ফার্গুসন, উসেইন বোল্টের সামনে দুরন্ত ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড

Read More