Home> খেলা
Advertisement

WATCH | PM Modi | CWG: 'কই নেহি হ্যায় টক্কর মে'! ব্রিটিশভূমে মহাযুদ্ধের আগে পেপ টক প্রধানমন্ত্রীর

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন চলতি বছর ৩২২ জনকে কমনওয়েলথে পাঠাচ্ছে। ২১৫ জন অ্যাথলিট রয়েছেন টিমে।

WATCH | PM Modi | CWG: 'কই নেহি হ্যায় টক্কর মে'! ব্রিটিশভূমে মহাযুদ্ধের আগে পেপ টক প্রধানমন্ত্রীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। ব্রিটিশভূমে মহাযুদ্ধের আগে ভারতীয় অ্যাথলিটদের পেপ টক দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

বার্মিংহ্যামের বিমান ধরার আগে বুধবার মোদী ভার্চুয়াল বৈঠকে তাতালেন অ্যাথলিটদের। তিনি ভারতের কমনওয়েলথ স্কোয়াডকে বলেন, "নিজেদের পূর্ণ শক্তি দিয়ে খেলবেন। আমনারা নিশ্চয়ই একটা কথা শুনেছেন, কই নেহি হ্যায় টক্কর মে, কিঁউ পড়ে হো চক্কর মে" মোদী অ্যাথলিটদের অনুপ্রাণিত করতে সাফ বলে দিলেন যে, ভারতকে টক্কর দেওয়ার মতো কেউ নেই কমনওয়েলথে। 

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন চলতি বছর ৩২২ জনকে কমনওয়েলথে পাঠাচ্ছে। ২১৫ জন অ্যাথলিট রয়েছেন টিমে। আধিকারিক ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বাকি ১০৭ জন রয়েছেন। টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের অভূতপূর্ব সাফল্য এসেছে। এরপরেই ক্রীড়াবিদদের ওপর প্রত্যাশার পারদ অনেকটা ঊর্ধ্বমুখী।২০২৪ প্যারিস অলিম্পিকসের প্রস্তুতি হিসেবে কমনওয়েলথের মঞ্চকে দেখছে ক্রীড়ামহল।

গত ১৫ অগাস্ট মোদীর আমন্ত্রণে লালকেল্লায় বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোকিও অলিম্পিক্সে যাওয়া ভারতীয় অ্যাথলিটরা। টোকিও থেকে সাতটি পদক নিয়ে নীরজ চোপড়া ও মীরাবাঈ চানু ও পিভি সিন্ধুরা দেশে ফিরেছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে ভারতের টোকিয়োর পারফরম্যান্সই ছিল শ্রেষ্ঠ। লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর মোদী তাঁর বাসভবনে নীরজ-সিন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মোদী এখন দেশের অ্যাথলিটদের অনুপ্রাণিত করতে একাধিক উদ্যেগ নেন। বড় কোনও ইভেন্টের আগেই তিনি অ্যাথলিটদের সঙ্গে এভাবে ভার্চুয়ালি কথোপকথন সারেন। ইভেন্টে শেষে অ্যাথলিটরা দেশে ফিরলে, তাঁদের সঙ্গে দেখা করে আগামীর জন্য অনুপ্রাণিত করেন। চলতি বছর ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। ফলে কমনওয়েলথে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবেন দেশের মানুষ

আরও পড়ুন: Ball of the Century | Yasir Shah | Shane Warne : শতকের সেরা বল করে ফেললেন ইয়াসির? চলছে ওয়ার্নের সঙ্গে তুলনা

আরও পড়ুন Asian Games 2023: কবে থেকে শুরু হবে কোভিডের জন্য বাতিল হওয়া এশিয়ান গেমস? জেনে নিন

আরও পড়ুনRavindra Jadeja: 'স্যর জাদেজা'-র সঙ্গে ধোনির সিএসকে-এর দূরত্ব বাড়ল!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More