Home> খেলা
Advertisement

লকডাউনে অনলাইনে লুডো খেলছেন স্মৃতিরা!

করোনার লকডাউনের মধ্যে খেলাধুলাও বন্ধ। তবে এই সময় সবাই কিছু না কিছু করে সময় কাটানোর চেষ্টা করছেন খেলোয়াড়রা।

লকডাউনে অনলাইনে লুডো খেলছেন স্মৃতিরা!

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন চলছে...বর্তমানে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকেই গৃহবন্দি। আর এতেই যেন হাঁফিয়ে উঠছেন সকলে। কিন্তু কিচ্ছুটি করার নেই , ঘরবন্দি ছাড়া কোনও উপায় নেই। করোনার লকডাউনের মধ্যে খেলাধুলাও বন্ধ। তবে এই সময় সবাই কিছু না কিছু করে সময় কাটানোর চেষ্টা করছেন খেলোয়াড়রা। কেউ ছবি আঁকছেন। কেউ আবার সুস্বাদু রান্না করে মন ভাল রাখছেন। কেউ কেউ আবার প্রিয় মানুষের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। লকডাউনে লুডো খেলে টিম বন্ডিং অটুট রাখছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। জানালেন স্মৃতি মন্ধানা।


লকডাউনে সময় কাটানো এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্যম হিসেবে অনলাইনে লুডো খেলছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। এ কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। স্মৃতির সেই ভিডিয়ো সাক্ষাৎকার পোস্ট করেছে বিসিসিআই।

পাশাপাশি এই ভিডিয়োটির মাধ্যমে স্মৃতি জানিয়েছেন লকডাউন-এর সময় ঘরবন্দি অবস্থায় কীভাবে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। রান্না, শরীরচর্চা আর ভাই এর সঙ্গে খুনসুটি করে কেটে যাচ্ছে তাঁর অবসর সময়।

আরও পড়ুন - তাঁর পছন্দের সেরা ব্যাটসম্যান বেছে নিলেন 'ঘরবন্দি' ডেল স্টেইন

Read More