Home> খেলা
Advertisement

হিউজের চলে যাওয়ারও একটা বছর হয়ে গেল

আজ আরও একটা ২৭ নভেম্বর। আজ ক্রিকেটের ঐতিহাসিক দিন। কারণ, আজই প্রথম শুরু হচ্ছে দিন রাতের টেস্ট ক্রিকেট। অ্যাডিলেড ওভালে গোলাপি বলের নতুন ক্রিকেট।

হিউজের চলে যাওয়ারও একটা বছর হয়ে গেল

ওয়েব ডেস্ক: আজ আরও একটা ২৭ নভেম্বর। আজ ক্রিকেটের ঐতিহাসিক দিন। কারণ, আজই প্রথম শুরু হচ্ছে দিন রাতের টেস্ট ক্রিকেট। অ্যাডিলেড ওভালে গোলাপি বলের নতুন ক্রিকেট।
কিন্তু দিনটা যতই ঐতিহাসিক হোক। যতই গোলাপি রঙের নতুন খেলা হোক। গত বছরের পর থেকে যে আজকের দিনটা শুধুই শোকের। কালো রঙের।
আজকের দিনেই যে গত বছর মাত্র ২৫ বছর বয়সে মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছিল ক্রিকেটবিশ্ব। মাইকেল ক্লার্ককে দেখা গিয়েছিল বাস্তব জীবনের এক অন্য নেতার ভূমিকায়।
ক্রিকেট থেমে নেই। বল আরও জোরে ছুড়ছেন মিচেল স্টার্করা। ব্যাগি গ্রিন রয়েছে। কিন্তু হিউজের হৃত্‍পিন্ডটাই আর সচল নেই। সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের আর্তি, যেখানেই থাকুন, ভাল থাকুন হিউজ।

 

Read More