Home> খেলা
Advertisement

MS Dhoni | Haris Rauf: তাঁর স্বপ্নপূরণ করেছিলেন ধোনি! আজও চোখে বিস্ময় পাক বোলারের

গতবছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে সেমি-ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন রউফ। 

MS Dhoni | Haris Rauf: তাঁর স্বপ্নপূরণ করেছিলেন ধোনি! আজও চোখে বিস্ময় পাক বোলারের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর জানুয়ারি মাসের ঘটনা। পাকিস্তানের ফাস্ট বোলার হ্য়ারিস রউফ (Haris Rauf) তখন অস্ট্রেলিয়ায় মেলবোর্ন স্টারসের (Melbourne Stars) হয়ে বিগ ব্যাশ লিগ (Big Bash League) খেলছিলেন। ২৮ বছরের ক্রিকেটার টুইট করে জানিয়ে ছিলেন যে, বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni) থেকে তিনি পেয়েছেন বিশেষ উপহার। কিংবদন্তি হ্যারিসকে পাঠিয়েছেন সিএসকে-র জার্সি।

হ্যারিসের চোখে আজও সেই ঘটনার বিস্ময় লেগে রয়েছে। তিনি এক ক্রিকেট পোডকাস্টে বলেন, "আমি গতবছর টি-২০ বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচের পর এমএস ধোনির সঙ্গে দেখা করেছিলাম। আমি ওঁর একটা জার্সি চেয়েছিলাম। এও বলেছিলাম যে, আমার সিএসকে-র জার্সি চাই, টিম ইন্ডিয়ার নয়। ধোনি বলেছিলেন, আমাকে নিশ্চিত ভাবে পাঠিয়ে দেবেন। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, তখন জার্সিটি পেয়েছিলাম।"  

গতবছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে সেমি-ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন রউফ। পাকিস্তানের দ্বিতীয় উইকেট শিকারি ছিলেন তিনি। শাহদাব খানের পর ছিলেন তিনি। আট উইকেট পেয়েছিলেন রউফ। তাঁর গতি সকলের নজর কেড়েছিল। অন্য়দিকে ধোনি সিএসকে-কে আইপিএল জিতিয়ে ঢুকে পড়েছিলেন বিরাট কোহলির দলের ড্রেসিংরুমে। ধোনিকে পাওয়া গিয়েছিল টি-২০ বিশ্বকাপে ভারতের মেন্টর হিসাবে। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ১০ উইকেটে সেই ম্যাচ হারে। এই প্রথম বিশ্বকাপের কোনও আসরে ভারতকে হারতে হয়েছিল চিরপ্রতিদ্ধন্দ্বী দেশের কাছে। সেই ম্যাচে হার্দিক পাণ্ডিয়া শিকার হন রউফের।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কাকে চান 'গুরু গ্রেগ'?

আরও পড়ুনRishabh Pant: 'পন্থ অধিনায়ক হলে ভারতীয় ক্রিকেটের জন্য ভাল হবে'! মত প্রাক্তন ওপেনারের

আরও পড়ুনDhoni | Yuvraj | Gavaskar: ভারতের পরবর্তী ধোনি-যুবি জুটি খুঁজে নিলেন গাভাসকর!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More