Home> খেলা
Advertisement

টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের পিছনে ছয়ে নেমে গেল ভারত

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের অধঃপতন অব্যাহত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ বাতিল হওয়ায় টেস্ট র‌্যাঙ্কিংয়ে ধোনিদের বড় ক্ষচি হতে চলেছে। দুবাই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতকে পিছনে ফেলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এল পাকিস্তান। অন্যদিকে, টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের পিছনে ছয়ে নেমে গেল ভারত

ওয়েব ডেস্ক: টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের অধঃপতন অব্যাহত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ বাতিল হওয়ায় টেস্ট র‌্যাঙ্কিংয়ে ধোনিদের বড় ক্ষচি হতে চলেছে। দুবাই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতকে পিছনে ফেলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এল পাকিস্তান। অন্যদিকে, টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা।

পাঁচ বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এল প্রোটিয়ারা।  পাকিস্তানের কাছে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া হারলে  র‌্যাঙ্কিংয়ে বড় রদবদল ঘটবে। সেক্ষেত্রে ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে আসবে পাকিস্তান।  

এদিকে, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে নেমে গেলেন কোহলি। কোহলিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন হাসিম আমলা। শীর্ষ স্থানেই থাকলেন এ বি ডিভিলিয়ার্স। ধোনি ষষ্ঠ স্থানে, এক ধাপ নিচে নেমে শিখর ধাওয়ান থাকলেন নবম স্থানে। বোলারদের তালিকায় ভারতের সেরা রবীন্দ্র জাদেজা (৬)। অবৈধ বোলিং অ্যাকশানের জন্য আইসিসি নিষিদ্ধ করলেও এখনও বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই থাকলেন পাকিস্তানের সঈদ আজমল।

Read More