Home> খেলা
Advertisement

PM Imran Khan: মহারণের আগে বড় মন্তব্য পাক প্রধানমন্ত্রীর, কী বলেলন ইমরান

 ইমরান এখনও পর্যন্ত পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। 

 PM Imran Khan: মহারণের আগে বড় মন্তব্য পাক প্রধানমন্ত্রীর, কী বলেলন ইমরান

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (PM Imran Khan) ভারত-পাকিস্তান ( India vs Pakistan) ম্যাচের আগে বড় মন্তব্য় করলেন। তিনি বলছেন ভারতকে হারাবে তাঁর দেশ। জিও টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, "ভারতকে হারানোর প্রতিভা রয়েছে এই দলের। ইনশাল্লাহ আমরা আগামিকাল ভারতকে হারাবই।"

আরও পড়ুন: MS Dhoni: 'ধোনি ফিরেছেন, আমিও এসেছি', টিকিটের আশায় পাকিস্তানের Chacha Chicago

ইমরান এখনও পর্যন্ত পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। ১৯৯২ সালে দেশকে তিনি ক্রিকেটের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেন। ইমরান নিঃসন্দেহে শুধু পাকিস্তানেরই নয়, সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। ইমরানের টেস্টে ৩৬২টি উইকেট রয়েছে। ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন ১৮২টি উইকেট। দুই ফর্ম্যাট মিলিয়ে ৬ হাজারের ওপর রান করেছেন।

সদ্যই ৬৯ বছরে পা দিয়েছেন ইমরান। ২০১৮ সালে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) মনোনীত প্রতিদ্বন্দ্বী শাহবাজ শরিফকে ভোটে হারিয়ে দিয়েছিলেন তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা। ইমরান পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী। বিশ্ববন্দিত ফাস্ট বোলার থেকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন হয়ে ইমরান আজ প্রধানমন্ত্রী। কেরিয়ার গ্রাফ চমকে দেওয়ার মতোই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

Read More