Home> খেলা
Advertisement

Brazil, Neymar : বাদ চোট পাওয়া নেইমার, নতুন মুখ রকিকে নিয়ে আশায় সেলেকাওরা

দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন নয় জন ফুটবলার। এরমধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল থেকেই আছেন পাঁচ ফুটবলার - গোলকিপার মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ত রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিতোর রকি। 

Brazil, Neymar : বাদ চোট পাওয়া নেইমার, নতুন মুখ রকিকে নিয়ে আশায় সেলেকাওরা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপে (Fifa World Cup 2022) ব্যর্থতার পর প্রথমবার মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল (Brazil)। দলের সঙ্গে সিনিয়রদের মধ্যে রয়েছেন ক্যাসেমিরো (Casemiro)-ভিনিসিয়স জুনিয়ররা (Vinicius Jr)। তবে নতুন অন্তবর্তীকালিন কোচ র‌্যামন মেনেজেসের (Ramon Menezes) আমলে সেলেকাওদের দলে এসেছে অনেক বদল। গত বিশ্বকাপে ব্যর্থ হওয়া ২৬ জনের মধ্যে নেই ১৬ জনকে বাদ দিয়েছেন তিনি। গোড়ালি চোটে জেরবার নেইমার (Neymar)। স্বভাবতই বাদ গিয়েছেন ব্রাজিলের 'পোস্টার বয়'। তবে দলে সবচেয়ে বড় চমক হল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা স্ট্রাইকার ভিতর রকি (Vitor Roque)। নতুন নয় তরুণ ফুটবলারদের মধ্যে রকি উল্লেখযোগ্য নাম। 

আগামী ২৫ মার্চ মরক্কোর (Morocco) বিরুদ্ধে প্রীতি ম্যাচে (FIFA internatrional Friendly) মাঠে নামছেন ব্রাজিল। এই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ মেনেজেস। চোটের জন্য দলে নেই নেইমার, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকা ফুটবলাররা। আর ৩৯ বছর বয়সী দানি আলভেজ ধর্ষণের অভিযোগে এখন জেলে বন্দি রয়েছেন। 

fallbacks

আরও পড়ুন: Virat Kohli: আগ্রাসী কোহলির অন্য দিক, ১১ বছরের পূজার লেখাপড়ার 'বিরাট' দায়িত্ব নিলেন

আরও পড়ুন: Neymar: সত্যি হল আশঙ্কা, চোটের জন্য বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলবেন না নেইমার

এছাড়া গোলকিপার অ্যালিসন, রাফিনহা, পেদ্রো, ফাবিনহো, দানিলো, থিয়াগো সিলভা, ব্রুনো গিমারেজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের রাখেননি নতুন কোচ। 

দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন নয় জন ফুটবলার। এরমধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল থেকেই আছেন পাঁচ ফুটবলার - গোলকিপার মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ত রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিতোর রকি। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত তরুণরা রয়েছেন স্কোয়াডে।

গোলকিপার: এডেরসন, মাইকায়েল, ওয়েভারটন।

ডিফেন্ডার: আর্থুর, এমারসন রয়্যাল, অ্যালেক্স তেয়েস, রেনান লোদি, ইবানেজ, এডের মিলিতাও, মার্কুইনহোস ও রবার্ত রেনান।

মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা ও রাফায়েল ভেগা।

ফরোয়ার্ড: অ্যান্তনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র ও ভিতর রকি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More