Home> খেলা
Advertisement

পূজারার পর সেঞ্চুরি করলেন বিজয়ও

রাজকোটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিন তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। জো রুট, মইন আলি এবং বেন স্টোকস। এবার সেই একই পথের দিকে এগোচ্ছে ভারতও। বিরাট কোহলির দলের হয়ে প্রথম সেঞ্চুরিটা করেছেন চেতেশ্বর পূজারা। এরপর সেঞ্চুরি করলেন মুরলী বিজয়ও।

পূজারার পর সেঞ্চুরি করলেন বিজয়ও

ওয়েব ডেস্ক: রাজকোটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিন তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। জো রুট, মইন আলি এবং বেন স্টোকস। এবার সেই একই পথের দিকে এগোচ্ছে ভারতও। বিরাট কোহলির দলের হয়ে প্রথম সেঞ্চুরিটা করেছেন চেতেশ্বর পূজারা। এরপর সেঞ্চুরি করলেন মুরলী বিজয়ও।

আরও পড়ুন আমেরিকান প্রেসিডেন্টের WWE-এর মঞ্চে কুস্তিটা দেখেছেন?

চেতেশ্বর পূজারা অবশ্য আউট হয়ে গিয়েছেন। তিনি ২০৬ বলে ১২৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। আর মূরলী বিজয় এই খবর লেখার সময় ২৭৫ বল খেলে অপরাজিত রয়েছেন ১১২ রানে। তাঁর ইনিংসে রয়েছে ৯ টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৫৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংসের রান এখন ২ উইকেটে ২৮০। বিজয়ের সঙ্গে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। তিনি অপরাজিত রয়েছেন ১ রানে। আর এদিনের শুরুতে গম্ভীর আউট হয়ে যান ২৯ রানে।

আরও পড়ুন  বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

 

Read More