Home> খেলা
Advertisement

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে বিশ্রামে ধোনি ! বিশ্রামে বিরাটও?

ভারত অধিনায়ক বিরাট কোহলিও দলে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। 

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে বিশ্রামে ধোনি ! বিশ্রামে বিরাটও?

নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপের আগে বিশ্রামে মহেন্দ্র সিং ধোনি।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে খেলবেন না এমএসডি। রাঁচিতে তৃতীয় একদিনের ম্যাচ শেষে নিশ্চিত করলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।  শেষ দুটি একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ শামিকেও। 

বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শেষ একদিনের সিরিজ।  আর তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। হায়দরাবাদে  প্রথম একদিনের ম্যাচে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে জয় এনে দিয়েছিলেন এমএসডি। দ্বিতীয় ম্যাচে নাগপুরে রানের খাতা খুলতে পারেননি তিনি। আর রাঁচিতে ঘরের মাঠে তৃতীয় একদিনের ম্যাচে ধোনি করেন ৪২ বলে ২৬ রান। তৃতীয় একদিনের ম্যাচে ৩২ রানে হেরেছে টিম ইন্ডিয়া। এখনও সিরিজে ২-১ এ এগিয়ে। শেষ দুটো ম্যাচে তাই পরীক্ষার পথেই যেতে চাইছে বিরাট ব্রিগেড।  শেষ দুটি একদিনের ম্যাচে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। 

শুক্রবার ম্যাচ শেষে বাঙ্গার বলেন, " ভারতীয় দলের প্রথম একাদশে  বেশ কিছু বদল হবে।  মাহি শেষ দুটো ম্যাচে খেলবে না। ও বিশ্রাম নেবে।  শামি আজকে পায়ে সামান্য চোট পেয়েছে। দেখতে হবে একদিনের মধ্যে ফিট হয়ে চতুর্থ একদিনের ম্যাচে নামতে পারে কিনা? শামি না খেললে  পরিবর্তে ভুবনেশ্বর কুমার খেলবে। " ধোনির পরিবর্তে শেষ দুটো ম্যাচে সুযোগ পাবেন ঋষভ পন্থ।  ভারত অধিনায়ক বিরাট কোহলিও দলে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন।  সেক্ষেত্রে এমনও হতে পারে যে, শেষ দুটি ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি নিজেও বিশ্রাম নিতে পারেন। তখন নেতৃত্ব সামলাবেন রোহিত শর্মা। 

আরও পড়ুন - পুলওয়ামায় শহীদ জওয়ানদের পরিবারকে ৭৮ লক্ষ টাকা অনুদান টিম ইন্ডিয়ার

Read More