Home> খেলা
Advertisement

২৫ জনের বেশি ফুটবলার চান না ম্যান ইউ'র নতুন কোচ মোরিনহো

দায়িত্ব নিয়েই কড়া হেড স্যারের ভূমিকায় ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের কোচ হোসে মোরিনহো। সংখ্যায় খুব বেশি ফুটবলার নিয়ে কাজ করতে চান না স্পেশ্যাল ওয়ান। 

২৫ জনের বেশি  ফুটবলার চান না ম্যান ইউ'র নতুন কোচ মোরিনহো

ব্যুরো: দায়িত্ব নিয়েই কড়া হেড স্যারের ভূমিকায় ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের কোচ হোসে মোরিনহো। সংখ্যায় খুব বেশি ফুটবলার নিয়ে কাজ করতে চান না স্পেশ্যাল ওয়ান। 

মেসির অবসরের পর এবার কোচের পদ থেকে পদত্যাগ মার্টিনোর

সর্বাধিক ২৫ জন ফুটবলার নিয়ে প্রিমিয়ার লিগের অভিযান শুরু করাই টার্গেট হাইপ্রোফাইল এই কোচের। অনুশীলন বা প্রস্তুতি ম্যাচে যারা নজর কাড়তে পারবে না তাদেরকে ছেঁটে ফেলা হবে। কর্তাদের পরিস্কার জানিয়েছেন মোরিনহো। কিছু ফুটবলারদের তিনি ছেড়ে দিতেও রাজি। মোরিনহোর এই সিদ্ধান্তের ফলে ব্লিন্ড, রোহো ও মাতার মতো ফুটবলাররা চাপে রয়েছেন বলে মনে করা হচ্ছে। জার্মানির তারকা ফুটবলার সোয়াইনস্টাইগারের জায়গাও পাকা নয়। দেড় বছর আগে মোরিনহোর চেলসি যখন ইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তখন তিনি মাত্র ২২ জন ফুটবলার ব্যবহার করেছিলেন।

Read More