Home> খেলা
Advertisement

এ বছরে টেস্টে সবথেকে বেশি উইকেট পাওয়া ১০ জন বোলার কে দেখুন

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান কে করবেন, তা নিয়ে জোর লড়াই চলছে মূলত দুজনের। একজন ইংল্যান্ডের জো রুট, আরেকজন বিরাট কোহলি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্টে)২০১৬ সালে সবথেকে বেশি উইকেট কে কে পেয়েছেন, সেটা জানেন কি? এক কাজ করুন, দেখে নিন টেস্টে প্রথম ১০ জন বেশি উইকেট পাওয়ার তালিকা।

 এ বছরে টেস্টে সবথেকে বেশি উইকেট পাওয়া ১০ জন বোলার কে দেখুন

ওয়েব ডেস্ক: ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান কে করবেন, তা নিয়ে জোর লড়াই চলছে মূলত দুজনের। একজন ইংল্যান্ডের জো রুট, আরেকজন বিরাট কোহলি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্টে)২০১৬ সালে সবথেকে বেশি উইকেট কে কে পেয়েছেন, সেটা জানেন কি? এক কাজ করুন, দেখে নিন টেস্টে প্রথম ১০ জন বেশি উইকেট পাওয়ার তালিকা।

আরও পড়ুন পঞ্চম দিনে তাসের ঘরের মত ভাঙল ব্রিটিশ স্তম্ভ, সিরিজে এগিয়ে গেল ভারত

১) রবিচন্দ্রন অশ্বিন - ৯ ম্যাচে ৫৫ উইকেট

২) রঙ্গনা হেরাথ - ৮ ম্যাচে ৫৪ উইকেট

৩) স্টুয়ার্ট ব্রড - ১৩ ম্যাচে ৪৬ উইকেট

৪) জেমস অ্যান্ডারসন - ১০ ম্যাচে ৪১ উইকেট

৫) ইয়াশির শাহ - ৮ ম্যাচে ৪০ উইকেট

৬) রাবাদা - ৭ ম্যাচে ৩৯ উইকেট

৭) ওকস - ১০ ম্যাচে ৩৯ উইকেট

৮) ওয়াগনার - ৮ ম্যাচে ৩৫ উইকেট

৯) মইন আলি - ১৪ ম্যাচে ৩৪ উইকেট

১০) মিচেল স্টার্ক - ৫ ম্যাচে ৩২ উইকেট

আরও পড়ুন  ভারত সফরে এসে দৈনিক ভাতা পাচ্ছেন না ইংল্যান্ড ক্রিকেটাররা!

Read More