Home> খেলা
Advertisement

আইপিলের ইতিহাসের সবথেকে বেশি ছক্কার মালিক কারা!

আরও একটা আইপিএল শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আর আইপিএলব মানেই তো রানের ফুলঝুরি। চার-ছক্কার বন্যা। নতুন আরও একটা সিজন শুরু হওয়ার আগে একবার এক ঝলকে দেখে নিন যে, আইপিএলে সবথেকে বেশি ছক্কা মেরেছেন কোন ১০জন মারকুটে ব্যাটসম্যান।

আইপিলের ইতিহাসের সবথেকে বেশি ছক্কার মালিক কারা!

ওয়েব ডেস্ক: আরও একটা আইপিএল শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আর আইপিএলব মানেই তো রানের ফুলঝুরি। চার-ছক্কার বন্যা। নতুন আরও একটা সিজন শুরু হওয়ার আগে একবার এক ঝলকে দেখে নিন যে, আইপিএলে সবথেকে বেশি ছক্কা মেরেছেন কোন ১০জন মারকুটে ব্যাটসম্যান।

১) ক্রিস গেইল - ৮২ ম্যাচে মেরেছেন ২৩০ টি ছক্কা।

২) সুরেশ রায়না - ১৩২ ম্যাচে মেরেছেন ১৫০ টি ছক্কা।

৩) রোহিত শর্মা - ১২৮ ম্যাচে মেরেছেন ১৪৭ টি ছক্কা।

৪) ইউসুফ পাঠান - ১১৯ ম্যাচে মেরেছেন ১২৭ টি ছক্কা।

৫) মহেন্দ্র সিং ধোনি - ১২৯ ম্যাচে মেরেছেন ১২৬ টি ছক্কা।

৬) যুবরাজ সিং - ৯৮ ম্যাচে মেরেছেন ১২০ টি ছক্কা।

৭) বিরাট কোহলি - ১২৩ ম্যাচে মেরেছেন ১১০ টি ছক্কা।

৮) শেন ওয়াটসন - ৭৮ ম্যাচে মেরেছেন ১০৯ টি ছক্কা।

৯) কায়রন পোলার্ড - ৯৩ ম্যাচে মেরেছেন ১২০ টি ছক্কা।

১০) বীরেন্দ্রে সেহবাগ - ১০৪ ম্যাচে মেরেছেন ১০৬ টি ছক্কা।

Read More