Home> খেলা
Advertisement

রঞ্জি ম্যাচে স্লিপে ৯ জন ফিল্ডার দাঁড় করিয়ে মনোজ ভাইরাল

রঞ্জি ম্যাচে স্লিপে ৯ জন ফিল্ডার দাঁড় করিয়ে মনোজ ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: রঞ্জি ম্যাচে বাংলার জয়ের খবরের থেকেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, ম্যাচের একটি ছবি। ম্যাচে দুই পেসারের দাপটে বল করতে দেখে একটা সময় বাংলার অধিনায়ক স্লিপে ৯জন ফিল্ডারকে দাঁড় করিয়ে দেন। অর্থাত, ৯জন স্লিপে। আর উইকেটকিপার এবং বোলার। এক ফ্রেমেই দেখা যাচ্ছে বাংলার ১১জন ক্রিকেটারকে! আধুনিক ক্রিকেট মাঠে এমন ছবি বিরল। ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারির দিনগুলোতে এমন হতো। পরে লিলি-টমসনের বোলিংয়ের সময়ও এমন হতো। কেরিয়ারে এমন কাণ্ড করেছেন অজি অধিনায়ক স্টিভ ওয়াও। এবার যেন তেমনই ঘটনা করে মনোজ করে দেখালেন দেশের ঘরোয়া ক্রিকেট মাঠেও। এই ধুন্ধুমার টি২০ ক্রিকেটের যুগেও!

আরও পড়ুন "ভারত আসুক পাকিস্তানে খেলতে। গোটা লাহোর এক হয়ে দাঁড়াবে।" সম্প্রীতির বার্তা খালিলের

রায়পুরে রঞ্জি ট্রফির ম্যাচে ছত্তিসগঢ়কে অবশ্য বিরাট ব্যবধানে হারিয়েছে বাংলা। প্রথমে ব্যাট করে বাংলা তুলেছিল ৭ উইকেটে ৫২৯ রান। জবাবে ছত্তিসগঢ় দুই ইনিংসে রান করে যথাক্রমে ১১০ এবং ২৫৯! ফলে মনোজ তিওয়ারির বাংলা ম্যাচ জেতে এক ইনিংস এবং ১৬০ রানে। বাংলার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দুই পেসার অশোক দিন্দা এবং মহম্মদ শামি। দুই পেসার মিলে ছত্তিসগঢ়ের ২০টি উইকেটের মধ্যে তুলে নিয়েছেন ১৮টি উইকেট। যাতে দিন্দা পেয়েছেন ১০টি উইকেট এবং শামি পেয়েছেন ৮টি উইকেট।

fallbacks

আরও পড়ুন  গোল করেই ভাংড়া নাচলেন বিরাট কোহলি, ভিডিও ভাইরাল

Read More