Home> খেলা
Advertisement

Mohammed Shami and Mohammed Siraj: 'রোনাল্ডোর মতো সেলিব্রেশন কোরো না!' কেন সিরাজ এমন পরামর্শ দিলেন শামি?

ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে শামি এবং সিরাজ আগুনে বোলিং করেছিলেন। নিয়ে হাজির হয়েছিলেন। সেই ম্যাচে শামি নিয়েছিলেন ১৭ রানে ৩ উইকেট। সিরাজও পিছিয়ে ছিলেন না। ২৯ রানে ৩ উইকেট নিয়েছিলেন রোনাল্ডোর ফ্যান সিরাজ। 

Mohammed Shami and Mohammed Siraj: 'রোনাল্ডোর মতো সেলিব্রেশন কোরো না!' কেন সিরাজ এমন পরামর্শ দিলেন শামি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) অন্ধভক্ত আছেন। তিনি হলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বিপক্ষ ব্যাটারকে আউট করলেই 'সি আর সেভেন'-এর (CR 7) মতো সেলিব্রেশন করেন ভারতীয় দলের তরুণ পেসার। গোল করার পর রোনাল্ডো মাঠের এক ধারে গিয়ে যে ভাবে লাফিয়ে সেলিব্রেশন করেন, ঠিক সেভাবেই সেলিব্রেশন করে থাকেন সিরাজ। তবে তাঁকে এমন ধরনের সেলিব্রেশন করতে নিষেধ করলেন মহম্মদ শামি (Mohammed Shami)।  

অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ পাঁচ উইকেটে জিতেছিল ভারতীয় দল। সেই ম্যাচ জেতার পর সতীর্থ শামির সঙ্গে আড্ডায় মেতে উঠলেন এই তরুণ জোরে বোলার। বিসিসিআই-এর (BCCI) টুইটারে সেই আলাপচারিতা পোস্ট করা হল। সেখানেই ২৯ রানে ৩ উইকেট নেওয়া সিরাজকে বড় পরামর্শ দিলেন শামি। 

আরও পড়ুন: Harbhajan Singh: 'সাধারণ মানুষই তো ওখানে নিরাপদ নয়, বিরাটরা গিয়ে কি বিপদে পড়বে?’ পাকিস্তানকে কটাক্ষ করলেন হরভজন

আরও পড়ুন: Mohammed Shami: কোন ছকে হল অজি সংহার? জানিয়ে দিলেন মহম্মদ শামি

আড্ডার সময় শামি তাঁর জুনিয়র সতীর্থকে প্রশ্ন করেন, 'তোমার জন্য আমার কাছে একটা প্রশ্ন আছে। তুমি কেন রোনাল্ডোর মতো সেলিব্রেশন কোরো?' সিরাজের জবাব ছিল, 'আসলে আমি তো রোনাল্ডোর ফ্যান। তাই আমি ওর অন্ধভক্ত। তাই বিপক্ষের ব্যাটারকে আউট করলেই ওর মতো সেলিব্রেশন করে থাকি।'  

এরপরেই শামি তাঁর সতীর্থ সিরাজকে থামিয়ে দিয়ে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলে দেন, 'একটা উপদেশ ছিল। তুমি কারোর ভক্ত। এটা ভালো কথা। তবে একজন ফাস্ট বোলার হিসাবে তোমার এমন জাম্প দেওয়া থেকে দূরে থাকা উচিত।' 

ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে শামি এবং সিরাজ আগুনে বোলিং করেছিলেন। নিয়ে হাজির হয়েছিলেন। সেই ম্যাচে শামি নিয়েছিলেন ১৭ রানে ৩ উইকেট। সিরাজও পিছিয়ে ছিলেন না। ২৯ রানে ৩ উইকেট নিয়েছিলেন রোনাল্ডোর ফ্যান সিরাজ। ফলে ১৮৮ রানে গুটিয়ে যায় স্টিভ স্মিথের দল। জবাবে ব্যাট করতে নেমে কে এল রাহুলের অপরাজিত ৭৫ ও রবীন্দ্র জাদেজার অপরাজিত ৪৫ রানের সৌজন্যে পাঁচ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার অর্থাৎ ১৯ মার্চ আয়োজিত হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More