Home> খেলা
Advertisement

গোল্ড কোস্টে সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা হাতে মেরি

গেমসের ইতিহাসে পঞ্চম দেশ হিসেবে ৫০০ পদক জয়ের গণ্ডি পেরোলো ভারত।

গোল্ড কোস্টে সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা হাতে মেরি

নিজস্ব প্রতিবেদন :  রবিবারই গোল্ড কোস্টে ২১ তম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বক্সিংয়ে সোনাজয়ী মেরি কম। তিনিই ছিলেন সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক।

fallbacks

এবারের কমনওয়েলথ গেমসে ৬৬টি পদক জিতে তিন নম্বর স্থানে শেষ করেছে ভারত। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এটা ভারতের তৃতীয় সেরা সাফল্য। ২০১০ সালে দিল্লিতে ১০১টি পদক জিতেছিল ভারত। ২০০২ সালে ম্যাঞ্চেস্টার কমনওয়েলথ গেমসে ৬৯টি পদক জেতে করে ভারত। গেমসের ইতিহাসে পঞ্চম দেশ হিসেবে ৫০০ পদক জয়ের গণ্ডি পেরোলো ভারত।

আরও পড়ুন- গ্লাসগোর থেকে গোল্ড কোস্টে বেড়েছে সোনার সংখ্যা, বেড়েছে পদক সংখ্যাও

রবিবার সমাপ্তি অনুষ্ঠানে নিউজিল্যান্ডের ভারোত্তলক ডেভিড লিটিকে 'অ্যাথলিট অব দ্য গেমস' ঘোষনা করেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট লুই মার্টিন।

এবারের গেমসে ৯টি বিশ্বরেকর্ড ভেঙে গিয়েছে। তেমনই ৯১টি কমনওয়েলথ গেমস রেকর্ড ভেঙেছে এবার। সমাপ্তি অনুষ্ঠানে কমনওয়েলথের পতাকা তুলে দেওয়া হল ২০২২ সালের আয়োজক দেশের হাতে। ২০২২ সালে বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর।  

Read More