Home> খেলা
Advertisement

মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত 'বক্সিং ডে' টেস্ট হবে না?

কয়েকদিন আগে বর্তমান অজি অধিনায়ক টিম পেইনও মেলবোর্নে টেস্ট হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত 'বক্সিং ডে' টেস্ট হবে না?

নিজস্ব প্রতিবেদন:  'বক্সিং ডে'- তে মেলবোর্নে বিরাট কোহলি-স্টিভ স্মিথ দ্বৈরথ হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। করোনার কারণে  এমসিজি থেকে 'বক্সিং ডে' টেস্ট সরানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলর।


অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মারণ ভাইরাসের সংক্রমণ এখনও কমেনি। অস্ট্রেলিয়ার অন্যতম ব্যস্ত শহর মেলবোর্ন। সেখানে করোনাভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। তাই মনে করা হচ্ছে, মেলবোর্ন শহরের বেশ কিছু অংশে ফের লকডাউন হতে পারে। এই পরিস্থিতিতে টেলরের বক্তব্য," বক্সিং ডে টেস্টে বড় জোর ১০-২০ হাজার দর্শক উপস্থিত থাকতে পারেন। ভারত-অস্ট্রেলিয়ার মতো দুই হেভিওয়েট দলের খেলায় যা একেবারেই কাম্য নয়।" বিকল্প ভেন্যু হিসেবে পারথ কিংবা অ্যাডিলেড ওভালের কথা বলছেন প্রাক্তন অজি অধিনায়ক। এই দুটি মাঠেই অনেক বেশি দর্শক দেখতে পাওয়া যাবে বলে ধারণা টেলরের।


কয়েকদিন আগে বর্তমান অজি অধিনায়ক টিম পেইনও মেলবোর্নে টেস্ট হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এবার তাতে গলা মেলালেন মার্ক টেলরও। তাঁর সাফ কথা যেখানে দর্শক আসতে পারবে, সেখানেই টেস্ট ম্যাচ সরিয়ে নিয়ে যাক ক্রিকেট অস্ট্রেলিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ ডনের দেশে চার টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা টিম ইন্ডিয়া। এই সিরিজের জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


আরও পড়ুন - #BlackLivesMatter! ফুটবল থেকে ক্রিকেট বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা একই

Read More