Home> খেলা
Advertisement

আর্জেন্টিনার নতুন কোচ পেপ গুয়ার্দিয়ালা?

আর্জেন্টিনার জাতীয় দলে বিদেশি কোচ নিয়োগের চল নেই বললেই চলে।

আর্জেন্টিনার নতুন কোচ পেপ গুয়ার্দিয়ালা?

নিজস্ব প্রতিবেদন :  রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে আর্জেন্টিনার সামনে মিশন কাতার। ২০২২ সালে বিশ্বকাপের জন্য এখন থেকেই ঘর গোছানোর ভাবনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। কিন্তু বাধ সেধেছেন জর্জ স্যাম্পাওলি। তাঁর নিজের এখনই দায়িত্ব ছাড়ার ইচ্ছে নেই। পরের বছর কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ থাকতে চান তিনি। তবে চারপাশের যা চাপ তাতে হয়তো শেষমেশ চাকরি ছাড়তেই হবে তাঁকে। এরই মধ্যে বিনা পারিশ্রমিকে আর্জেন্টিনার কোচ হতে চেয়েছেন দিয়েগো মারাদোনা। এসবের মাঝেই নতুন জল্পনা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি পেপ গুয়ার্দিয়ালাকে কোচ হিসেবে চায় আর্জেন্টিনা!  

আরও পড়ুন - চলতি সপ্তাহেই কোচবদল হতে পারে মেসিদের

চলতি বছরেই ম্যাঞ্চেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন গুয়ার্দিয়ালা। নতুন মরশুমকে সামনে রেখে দল গোছানোর কাজেও নেমে পড়েছেন তিনি। ২০২১ সাল পর্যন্ত গুয়ার্দিয়ালার সঙ্গে চুক্তি রয়েছে ম্যান সিটির। এরই মাঝে একটি স্প্যানিশ টিভি চ্যানেলের দাবি, বাৎসরিক ১২ মিলিয়ন ডলারে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত গুয়ার্দিয়ালাকে চায় আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার জাতীয় দলে বিদেশি কোচ নিয়োগের চল নেই বললেই চলে। ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে মাত্র দুজন বিদেশি কোচ আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে একজন ইতালিয়ান ফেলিপ পাসসুসি ছিলেন ১৯২৪ সালে। আর একজন অবশ্য ইতালি ও আর্জেন্টিনার দ্বৈত নাগরিক রেনাতো সেজারিনি ছিলেন ১৯৬৮ সালে। ৪০ বছর পরে আবার এক বিদেশি কোচ কি তবে আর্জেন্টিনার দায়িত্ব নিতে চলেছে?

আরও পড়ুন - বিনা পারিশ্রমিকে মেসিদের কোচ হবেন মারাদোনা!

আসলে লিওনেল মেসির সঙ্গে খুব ভাল সম্পর্ক গুয়ার্দিয়ালার। আবার ম্যান সিটিতে খেলার সৌজন্যে সের্জিও আগুয়েরোর সঙ্গেও পেপের সম্পর্কও ভাল। তাই এমন গুঞ্জন আরও বেশি করে প্রকাশ্যে আসছে। পাশাপাশি স্প্যানিশ দৈনিক এএস-এ প্রকাশিত হয়েছে এমনই এক খবর, যেখানে বলা হয়েছে, দিয়েগো মারাদোনা যখন আর্জেন্টিনার কোচ (২০০৮-২০১০) ছিলেন, তখন তাঁকে গুয়ার্দিয়ালা একবার প্রশ্ন করেছিলেন, "দিয়েগো তুমি কি আমাকে ভবিষ্যতে আর্জেন্টিনা দলের কোচ হিসেবে দেখতে চাও?" তখন মারাদোনার জবাব ছিল, "অবশ্যই" কয়েক বছর পর এবার আর্জেন্টিনার কোচ হিসেবে উঠে আসছে সেই গুয়ার্দিয়ালার নামই। 

Read More