Home> খেলা
Advertisement

রাতে চিংড়ি মাছের মালাইকারি খাব, ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্টের হাত মিলিয়ে বললেন Mamata

মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সামনেই হাত মেলালেন বিনিয়োগকারী ও ক্লাব কর্তারা।

রাতে চিংড়ি মাছের মালাইকারি খাব, ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্টের হাত মিলিয়ে বললেন Mamata

নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর দৌত্যে কাটল অনিশ্চয়তা। মমতার (Mamata Banerjee) সামনে হাত মেলালেন বিনিয়োগকারী ও ক্লাব কর্তারা। নবান্নে (Nabanna) তিনি ঘোষণা করলেন, আইএসএল খেলছে ইস্টবেঙ্গল (East Bengal)। খেলা হবে।    

ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের চুক্তি জট কাটাতে দু'পক্ষকে এ দিন নবান্নে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ওই বৈঠকে লাল হলুদের আইএসএল খেলা নিয়ে যাবতীয় সংশয়ের অবসান ঘটল। মমতা জানান,'ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তারা আদৌ খেলতে পারবে কিনা! পরশু আমি ওদের কাছে অনুরোধ করেছিলাম শেষ মুহূর্তে খেলা বন্ধ হয়ে গেলে ইস্টবেঙ্গলের কোটি কোটি দর্শক কোথায় যাবে!মোহনবাগানও খেলুক, ইস্টবেঙ্গলও খেলুক। আমি একটা অনুরোধ করেছিলাম।' পরে সাংবাদিক বৈঠকে তিনি জানান,'আমাকে অনেকে ফোন করে বলেছে দিদি ইস্টবেঙ্গল খেলতে পারবে তো! আইএসএল থেকে বাদ পড়বে না তো! তারা দুঃখে ছিল।'

 মমতার সামনেই শ্রী সিমেন্টের কর্তা বলেন,'আমরা চাই খেলা হোক। আপনি যখন অনুরোধ করেছেন, আমরা এ বছর আইএসএল খেলব।' তাঁর কথার রেশ ধরেই মুখ্যমন্ত্রী বলেন,'শুনলেন ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। ইস্টবেঙ্গল ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। খেলা হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানকে নিয়ে আমরা গর্বিত। শ্রী সিমেন্টকে ধন্যবাদ। সময় কম। আমাদের খেলতে হবে। শ্রী সিমেন্ট রাজি হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল খেলছে।'

মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) ধন্যবাদ জানিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা নিতু সরকার বলেন,'গতবারও দিদির বদন্যতায় খেলেছিলাম। এবারও দিদিই উতরোলেন। আমরা খেলব। দিদির দেওয়া স্লোগান 'খেলা হবে' সার্থক হল।' এর পর মুখ্যমন্ত্রী নির্দেশ দেন,'যাও ওখানে যাও দু'পক্ষ হাত মেলাও।' 

মুখ্যমন্ত্রীর সামনেই হাত মেলান বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধি ও ক্লাব কর্তারা। হাসিমুখে মমতার টিপ্পনী,'আমি খুব খুশি, বাড়ি গিয়ে রাতে চিংড়ি মাছের মালাইকারি খাব।' নিতু সরকার তখন বলেন,'দিদি ইলিশ মাছ পাঠাব।' ও ইস্টবেঙ্গলের ইলিশ মাছ না! বলে ওঠেন মমতা। তাঁর সংযোজন,'ইলিশ মাছ তো রোজই খাওয়া হয়। বাংলায় ইলিশ মাছ এত উঠছে একেবারে স্বর্ণঝঙ্কার।' 

আরও পড়ুন- East Bengal: এক বছর ধরে কথা চালালেন কেন? শ্রী সিমেন্টের সিদ্ধান্তে বিরক্ত Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More