Home> খেলা
Advertisement

শ্রী হারাল লঙ্কা

কুশল পেরেরা ৩, দিলশান ০,  জয়াবর্ধনে ৪, মেথিউস ১৯, থিসারা পেরেরা ০।  ২২ গজে নিঃসঙ্গ জীবন যাপন করলেন শ্রীলঙ্কার মহীরুহ বৃক্ষ কুমার সাঙ্গাকারা।

শ্রী হারাল লঙ্কা

ওয়েব ডেস্ক: কুশল পেরেরা ৩, দিলশান ০,  জয়াবর্ধনে ৪, মেথিউস ১৯, থিসারা পেরেরা ০।  ২২ গজে নিঃসঙ্গ জীবন যাপন করলেন শ্রীলঙ্কার মহীরুহ বৃক্ষ কুমার সাঙ্গাকারা।

 টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনিং জুটি থকেই ধস নামে  শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়ন মুখী হন কুশল পেরেরা। দলের ৫ রানের মাথায় আউট হন দিলসান। চাপের মুখে ব্যাট করতে আসেন কুমার সাঙ্গাকারা। মিডিল অর্ডারে এল থিরিমানের সাথে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যান সাঙ্গাকারা। ৪১ রানে আউট হয়ে যান থিরিমানে। এরপরই তাসের ঘরের মত ভেঙে যায় এশিয়ান জায়েন্টস শ্রীলঙ্কা।

৩৭ ওভারে মর্নি মর্কেলের বলে শেষ পর্যন্ত উপড়ে গেল শ্রীলঙ্কার অবশিষ্ট জীয়ন কাঠী। ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে কার্যত শ্রীলঙ্কার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নকে কফিন বন্ধি করে ২২ গজ ছাড়লেন সাঙ্গাকারা। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী বোলিং মাথা নত করতে বাধ্য করল লঙ্কানদের।

প্রথম আফ্রিকান ক্রিকেটার হিসেবে জে পি ডুমিনি অনন্য নজির গড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ডুমিনি। ২০১৫ বিশ্বকাপে স্টিভেন ফিনের পর জে পি ডুমিনি দ্বিতীয় ক্রিকেটার যিনি হ্যাটট্রিক করলেন। ৪ টি উইকেট পান লেগ স্পিনার ইমরান তাহির।

 সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর ১৩৩।

Read More