Home> খেলা
Advertisement

এক ছবিতে সোশ্যাল মিডিয়ায় ইতিহাস লিখলেন ভক্তের ভগবান Lionel Messi


মেসির ইনস্টাগ্রামে ২৩০ মিলিয়ন ফলোয়ার্স আছে। 

এক ছবিতে সোশ্যাল মিডিয়ায় ইতিহাস লিখলেন ভক্তের ভগবান Lionel Messi

নিজস্ব প্রতিবেদন: ৩৪ বছরের লিওনেল মেসির (Lionel Messi) হাত ধরে আর্জেন্টিনার ২৮ বছরের শাপমুক্তি ঘটেছে। মেসি অ্যান্ড কোং ব্রাজিলকে হারিয়ে রিও ডি জেনেইরো থেকে কোপা আমেরিকা জিতেছে। দেশের হয়ে প্রথমবার জেতা ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন লিও। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিহাস লিখে দিল।

মেসির ইনস্টাগ্রামে ২৩০ মিলিয়ন ফলোয়ার্স আছে। মেসির কোপা ট্রফি জড়িয়ে থাকা ছবিতে ২০ মিলিয়নের বেশি লাইক পড়েছে। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ দৈনিক মার্কা। পরিসংখ্যান বলছে স্পোর্টস কেন্দ্রিক ছবির মধ্যে এটি সর্বোচ্চ লাইক পেয়েছে। দিয়েগো মারাদোনার প্রয়াণের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর সঙ্গে আর্জেন্টাই 'ফুটবল ঈশ্বর'-এর ছবি শেয়ার করে স্মৃতিচারণা করেছিলেন। সেই ছবিই ছিল এতদিন সোশ্যাল মিডিয়ার 'মোস্ট লাইকড' স্পোর্টস ছবি। মাঠের বাইরের প্রতিদ্ধন্দ্বিতায় এবার রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন লিও মেসি। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

আরও পড়ুন: দেখুন ভিডিয়ো: শতাধিক ভক্তের মাঝে চিড়েচ্যাপটা Messi! কোনও রকমে রক্ষা পেলেন তিনি

অন্যদিকে ফুটবলমহলের একাংশের মতে মেসি মেজর লিক সকার খেলতে পারেন আগামী মরসুমে । যদিও অন্য রিপোর্ট বলছে মেসি বার্সেলোনাতেই  (Barcelona) থাকবেন। এই খবর এক প্রকার নিশ্চিত। জানা যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব মেসির সঙ্গে ৫ বছরের চুক্তি করতে চলেছে। এখানেই শেষ নয়, মেসির বেতন প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ ৫০ শতাংশ 'ওয়েজ কাট' হতে চলেছে তাঁর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More