Home> খেলা
Advertisement

Lionel Messi: দ্বিতীয় ম্যাচেই ইন্টার মিয়ামিকে নেতৃত্ব দেবেন আর্জেন্টিনার মহাতারকা

ক্রুজ আজুলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক ঘটেছিল মেসির। ম্যাচটা ইন্টার মায়ামি জেতে ২-১ গোলে। মেসি এবং বুস্কেটস নামেন পরিবর্ত হিসেবে। সেই ম্যাচ এবং খেলা শেষের আগে মেসির ফ্রি কিক থেকে নেওয়া গোল সম্পর্কে মার্টিনোকে বলতে শোনা গিয়েছে। 

Lionel Messi: দ্বিতীয় ম্যাচেই ইন্টার মিয়ামিকে নেতৃত্ব দেবেন আর্জেন্টিনার মহাতারকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে অভিষেক ম্যাচেই নিজের স্কিলের ঝলক দেখিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। 'সুপার সাব' হিসেবে মাঠে নেমেই ৯৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেছিলেন আর্জেন্টিনার (Argentina) মহাতারকা। ইন্টার মায়ামির হেড কোচ জেরার্দো মার্টিনো ( Gerardo Martino) জানিয়ে দিলেন, পরের ম্যাচে মেসির হাতে উঠবে অধিনায়কের আর্মব্যান্ড।

বুধবার অর্থাৎ ২৬ জুলাই, ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচ রয়েছে আটলান্টা ইউনাইটেডের। সেই ম্যাচে হয়তো শুরু থেকেই নামবেন মেসি। যদিও মার্টিনো জানিয়েছেন, পুরো সময় মেসি মাঠে থাকবেন কিনা তা নির্ভর করছে আর্জেন্টাইন মহাতারকার ফিটনেসের উপরে।
 
সাংবাদিক বৈঠকে জেরার্দো মার্টিনোকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় ম্যাচে কি দলকে নেতৃত্ব দেবেন মেসি? জবাবে মার্টিনো বলেন, "গত ম্যাচেও মেসি অধিনায়কই ছিল। মেসি এবং বুস্কেটস দ্বিতীয় ম্যাচে খেলবে শুরু থেকেই। তবে সবটাই নির্ভর করছে ওদের উপরে। এটা সবে ওদের দ্বিতীয় ম্যাচ।"

fallbacks

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: জেসন কামিন্স-অনিরুদ্ধের হাত ধরে সামনে এল সবুজ-মেরুনের নতুন জার্সি

আরও পড়ুন: Durand Cup: ৬৫ তলা থেকে দুই সেনাকর্মীর ঝাঁপ, ভিডিয়ো ভাইরাল হতেই ডুরান্ডের ঢাকে কাঠি পড়ে গেল

ক্রুজ আজুলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক ঘটেছিল মেসির। ম্যাচটা ইন্টার মায়ামি জেতে ২-১ গোলে। মেসি এবং বুস্কেটস নামেন পরিবর্ত হিসেবে। সেই ম্যাচ এবং খেলা শেষের আগে মেসির ফ্রি কিক থেকে নেওয়া গোল সম্পর্কে মার্টিনোকে বলতে শোনা গিয়েছে। তাঁর ফ্রি-কিক নিয়ে যতই গোটা দুনিয়া তোলপাড় হয়ে যাক, ইন্টার মিয়ামির কোচ কিন্তু সেই গোল নিয়ে বাড়তি আবেগ দেখাতে রাজি নন। তিনি ফের বলেন, "মেসি ওর কেরিয়ারে এমন গোল অনেকবার করেছে। এটা ওর কাছে খুবই সহজ-স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এগুলোকেই আমরা সাধারণ বলে মনে করি।" 

ক্রুজ আজুলের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামির। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে মেসির পায়ের দিকে তাকিয়ে সবাই। সেই ম্যাচেও কি 'এল এম টেন' জাদু দেখাতে পারবেন? সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More